‘বেলা’র জন্য বলিউড থেকে অনুপম! ঋতুপর্ণার ছবিমুক্তিতে হাজির ‘চারুলতা’-সৌরভ-সৃজিত-মদন
আনন্দবাজার | ৩০ আগস্ট ২০২৫
উপলক্ষ, নিজের ছবি ‘তনভীর দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শন। তাই কলকাতায় তাঁর আসার কথা ছিলই। উপরি পাওনা, বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তর ‘বেলা’র বিশেষ প্রদর্শন। দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্সে পা রাখতেই শহরের ছবিশিকারিদের ফ্রেমে বন্দি অনুপম খের।
কেমন লাগছে বাংলা ছবির বিশেষ প্রদর্শন? বলিউডের থেকে কি অনেক আলাদা? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কম-এর। মৃদু হেসে বর্ষীয়ান অভিনেতা বললেন, “শহর বদলালেও প্রিমিয়ারের বদল ঘটে না। বন্ধু ঋতুপর্ণার আমন্ত্রণে এই প্রথম বাংলা ছবিমুক্তিতে যোগ দিলাম। ভাল লাগছে।”
‘বেলা’র মাধ্যমে পরিচালনার দুনিয়ায় পা রাখলেন অনিলাভ চট্টোপাধ্যায়। প্রথম ছবির বিশেষ প্রদর্শন। বুক ঢিপঢিপ করছে? নব্য পরিচালক জানালেন, তিনি দর্শকের আশীর্বাদ চাইছেন। তাঁরা পাশে থাকলে পরের ছবি বানানোর উৎসাহ পাবেন।
প্রিয় অভিনেত্রীর ছবি দেখতে এ দিন উপস্থিত বিধায়ক মদন মিত্র। পরনে হুলুদের উপরে লাল ফুলছাপ সিল্কের পাঞ্জাবি। ঋতুপর্ণার উদ্দেশে তাঁর শুভেচ্ছা, “ভাল বাংলা ছবি দেখার জন্য দর্শক অপেক্ষা করে থাকেন। নিশ্চয়ই হল ভরিয়ে সবাই দেখতে আসবেন।”
একটু দূরে বসার ব্যবস্থা। সেখানে বসে সত্যজিৎ রায়ের ‘চারুলতা’। অনেক দিন পরে ছবির বিশেষ প্রদর্শনে। বলতেই হেসে জবাব দিলেন, “এ সব বুঝি না। ছবিমুক্তি মানে অভিনেতা, পরিচালক, প্রযোজকের অগ্নিপরীক্ষা। সফল হলে পরের ছবি হবে।”
তত ক্ষণে প্রেক্ষাগৃহে পা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মদন মিত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রানা সরকার-সহ টলিউডের খ্যাতনামীরা। প্রত্যেকে শুভেচ্ছা জানান নতুন পরিচালক অনিলাভকে। ছবির সাফল্য কামনা করেন।
প্রত্যেক উদ্যাপনে স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে আসেন শ্রীময়ী চট্টরাজ। এ দিন তিনি একা! বিধায়ক-অভিনেতা স্বামী কই? সমুদ্রনীল সিল্ক শাড়ি আর হাল্কা গয়নায় সজ্জিত শ্রীময়ী জানালেন, শুটিংয়ে ব্যস্ত কাঞ্চন। তিনি ঋতুপর্ণার টানে একাই ছবির বিশেষ প্রদর্শনে।
নিত্যনতুন রান্না আর আকাশবাণীর ‘মহিলামহল’ অনুষ্ঠান। বেলা দে নাম উঠলেই আজও বাঙালির ‘জিয়া নস্টাল’। সেই সময়, সেই স্মৃতি, এক লড়াকু নারীর জীবন নতুন পরিচালকের ছবির বিষয়। নাম ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও আছেন ভাস্বর চট্টোপাধ্যায়, দেবপ্রতিম দাশগুপ্ত, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।
যাঁর ছবির জন্য এত আয়োজন সেই ঋতুপর্ণা কী করছেন?
আজ যেন তিনি রাজেন্দ্রাণী! লাল সিল্ক, ভারী গয়না আর লম্বা বেণীতে জড়ানো জুঁইয়ের মালা। ফুলের মিষ্টি গন্ধ তাঁকে ঘিরে।
উদ্যাপন শেষের আগেও চমক! প্রায় ছুটতে ছুটতে প্রেক্ষাগৃহে ঢুকছেন কাঞ্চন! “ছবি কি শেষ?”, প্রশ্ন তাঁর। এত দেরিতে? পাল্টা প্রশ্ন শুনেই মুখ ছোট। হতাশ গলায় বললেন, “সংসার চালাতে হবে তো! তাই শুটিংয়ে ছিলাম। শেষ হতেই দৌড়ে এলাম।” তার পরেই মুচকি হেসে যোগ করলেন, “শ্রীময়ীকে নিতে এসেছি।”