বাঙালির রঙে হাজির শার্লক, প্রিমিয়ারে 'সরলাক্ষ'কে নিয়ে উচ্ছ্বসিত মমতাশঙ্কর, দেবলীনা
আজকাল | ৩০ আগস্ট ২০২৫
আর্থার কোনান ডয়েলের কালজয়ী গোয়েন্দা এবার হাজির বাঙালি সাজে। শার্লক হোমস-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি 'সরলাক্ষ হোমস'। ছবিতে শার্লক হোমসের বদলে নাম রাখা হয়েছে সরলাক্ষ হোমস। নামভূমিকায় অভিনেতা ঋষভ বসু। আর্থার কোনান ডয়েলের ‘দ্য হাউন্ড অফ বাস্কারভিলস’-এর উপন্যাসের প্রভাব 'সরলাক্ষ হোমস'-এ বুদ্ধিদীপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবির পরতে পরতে যেমন 'দ্য হাউন্ড অফ বাস্কারভিলস'-এর গল্পের ব্যাকারণ মেনে রয়েছে টানটান উত্তেজনা, সেই সঙ্গে যোগ হয়েছে দুরন্ত অ্যাকশন। এবং অবশ্যই অসহ্য সাসপেন্স। এই ছবির মাধ্যমেই জনপ্রিয় বিলিতি গোয়েন্দা পেল বাংলার রং। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ারের। সাধারণ দর্শকের পাশাপাশি 'সরলাক্ষ হোমস' দেখতে এসেছিলেন টলিপাড়ার একাধিক আলোচিত ব্যাক্তিত্ব। তাঁদের কেমন লাগল 'সরলাক্ষ'কে? খোঁজ নিল আজকাল ডট ইন।
টুকরো মুহূর্ত নয়, গোটা ছবি বসে দেখলেন মমতাশঙ্কর। তাঁর কথায়, " শার্লককে যে এভাবে বাঙালি করেও তোলা যায়, সেই বিষয়টাই ভীষণ উপভোগ্য। আমি নিজে শার্লক হোমসের গল্পের দারুণ ভক্ত। খুঁটিয়ে পড়া ওর সব কেস। শার্লক-ভক্ত হিসেবে আমার খুব ভাল লেগেছে। লন্ডনকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, এককথায় দুর্দান্ত। আর ঋষভ, এ ছবি দেখার পর বাঙালি শার্লককে ওর জায়গায় অন্য কাউকে ভাবতেই পারছি না আর। কী দুরন্ত পারফরম্যান্স! 'ভটভটি' ছবিতে ঋষভের সঙ্গে কাজ করেছিলাম। আমি আজ সত্যিই গর্বিত ওর জন্য। আর বলব পরিচালকের কথা। সায়ন্তন যেভাবে দ্রুত গতি রাখার সঙ্গে টানটান ব্যাপারটা ছবিজুড়ে রেখেছেন, তা প্রশংসা আদায় করে নেয়।"
অভিনেত্রী দেবলীনা দত্ত জানালেন, আর পাঁচজন বাঙালির মতো তাঁরও অত্যন্ত প্রিয় হোমস। তাই স্বভাবতই এই ছবি নিয়ে বাড়তি আগ্রহ ছিল। ছবি দেখার পর তাঁর মধ্যে থাকা সেই শার্লক-ভক্ত বেশ খুশি। ঋষভ, অর্ণের অভিনয়ের পাশাপাশি পরিচালক সায়ন্তন ঘোষালেরও কাজের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।
এ ছবিতে শার্লকের সহচর ডাঃ ওয়াটসন অর্থাৎ 'ডাঃ আর্য সেন'-এর ভূমিকায় অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। তিনি জানালেন, 'সরলাক্ষ হোমস'-এ যদি তিনি অভিনয় নাও করতেন, তবু তিনি দেখতে আসতেন। তাঁর কথায়, "সায়ন্তন যেভাবে গল্পটা বুনেছেন বাঙালিয়ানা মাথায় রেখে, যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এই ছবি...তা দেখে ভাল লাগবেই গোয়েন্দা গল্পপ্রেমীদের। আমার বিশ্বাস, শার্লক-ভক্তরাও নিশ্চয়ই গ্রহণ করবেন।"
এইমুহুর্তে 'সাধক ব্যামাক্ষ্যাপা ছবি'র শুটিংয়ে ব্যস্ত পরিচালক সায়ন্তন ঘোষাল। সেখান থেকেই সোজা প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। অল্প কথায় বললেন, " এখনও পর্যন্ত রেসপন্স ভালই। আমি ইচ্ছে করলে বোলপুরেও বাঙালি শার্লককে ফেলতে পারতাম... আরও বাঙালি করতে পারতাম। কিন্তু সেসব চাইনি। চেয়েছিলাম বাঙালি হলেও, শার্লককের সত্যিকারের সেই অতি পরিচিত গন্ধটা যেন দর্শক, শার্লক-ভক্তরা পান। ইংল্যান্ডের শহরতলি 'বাস্কারভিলস'-এর সেই গা ছমছমে ডার্টমুরের জঙ্গলের শিরশিরানি যেন দর্শক অনুভব করতে পারেন। তাই সেই চেষ্টা করেছি। সময়ের দাবি অনুযায়ী, ছবিতে আধুনিকতা আনলেও, আদি-অকৃত্রিম ওল্ড স্কুল শার্লক-ব্যাপার নানানভাবে রেখেছি ছবিজুড়ে... এবার দেখা যাক্।"
তবে ঋষভ-অর্ণ-সায়ন্তন যে 'সরলাক্ষ'কে নিয়ে খানিক সসম্মানে উতরে গিয়েছেন, প্রিমিয়ার শো শেষে দর্শকের মুখে হাসি, নিজস্বী তোলার আবদার সেকথার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।