• রাহুলদের সমাবেশে তৃণমূল পাঠাচ্ছে পাঠান, ত্রিপাঠীকে
    আনন্দবাজার | ৩০ আগস্ট ২০২৫
  • লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারে যে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন, তার শেষে সমাবেশে দলের দুই প্রতিনিধিকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। পটনায় ১ সেপ্টেম্বর বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চের ওই সমাবেশে যাবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের দলীয় নেতা ললিতেশ ত্রিপাঠী। স্বয়ং রাহুল পটনার ওই সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছিলেন বলে তৃণমূল সূত্রের খবর। মমতা বা অভিষেক যে যাবেন না, তা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বেছে নেওয়া হল ইউসুফ ও ললিতেশকে।

    বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) অজুহাতে ‘বৈধ’ ভোটারদের বাদ দেওয়া ও বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ‘ভোটার অধিকার যাত্রা’ করছে বিরোধী দলগুলি। ‘যাত্রা’য় রাহুল ছাড়াও নেতৃত্ব দিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সঙ্গে রয়েছেন সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যও। রাহুল, তেজস্বীদের আমন্ত্রণে কর্মসূচিতে যোগ দিয়েছেন ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ অনেকেই।

    দেশে বিজেপি-বিরোধীদের এমন ‘প্রধান কর্মসূচি’তে তৃণমূলের প্রতিনিধি কেন ইউসুফ ও ললিতেশ (যাঁরা প্রথম দুই সারিতেও পড়েন না), তা নিয়ে রাজনৈতিক শিবিরে গুঞ্জন রয়েছে। তৃণমূলের অবশ্য ব্যাখ্যা, সর্বভারতীয় স্তরে ইউসুফ সংখ্যালঘু মুখ এবং ক্রিকেটার হিসেবে দেশে পরিচিত। আর বিহার-উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে পরিচয় রয়েছে কংগ্রেস ছেড়ে আসা ললিতেশের।
  • Link to this news (আনন্দবাজার)