ওবিসি-জটের আশঙ্কা কাটায় কলেজে পা প্রথম বর্ষের পড়ুয়াদের
আনন্দবাজার | ৩০ আগস্ট ২০২৫
বৃষ্টি হচ্ছে অঝোরে। তার মধ্যেই ছাতা হাতে আশুতোষ কলেজের সামনে ভিড় জমিয়েছেন অনেকে। বেশির ভাগই নবাগত। কলেজে প্রথম দিন এসেছেন ক্লাস করতে। তাঁদের চোখেমুখে কিছুটা স্বস্তি। ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জট কাটার ফলে শেষ পর্যন্ত কলেজে আসতে পেরে তাঁরা খুশি। তবে, বেশির ভাগ পড়ুয়াই জানালেন, প্রথম দিন ক্লাস হয়নি। এ দিন ছিল ওরিয়েন্টেশন-পর্ব।
এ দিন আশুতোষ কলেজে গিয়ে দেখা যায়, নবাগতদের সঙ্গে ভিড় জমিয়েছেন কলেজের বর্তমান পড়ুয়ারাও। কলেজে ভর্তির টাকা জমা দেওয়ার রসিদ দেখিয়ে ভিতরে ঢোকার কথা নবাগতদের। কলেজের যে সব কর্মী নথি পরীক্ষার দায়িত্বে, তাঁরা ছাড়াও গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন কয়েক জন যুবক, যাঁরা নিজেদের ওই কলেজের পড়ুয়া বলে দাবি করলেন। দেখা গেল, তাঁরাও নবাগতদের ঢোকার বিষয়টি নিয়ন্ত্রণ করছেন।
ওই ভিড়ে দাঁড়িয়ে থাকা জিৎ মণ্ডল নামে এক তরুণ বললেন, ‘‘রসিদ দেখিয়ে ঢুকলাম। তবে, আজ শুধু ওরিয়েন্টেশন হল। কোনও ক্লাস হয়নি।’’ প্রথম দিন মেয়ের সঙ্গে কলেজে এসেছিলেন সোমা সরকার। বললেন, ‘‘ভর্তি প্রক্রিয়ায় দেরি হচ্ছিল বলে দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে মেয়ে কলেজে গেল।’’
উত্তরের জয়পুরিয়া কলেজের সামনেও ছিল বৃষ্টি উপেক্ষা করে নবাগতদের ভিড়। কলেজের সামনে দাঁড়িয়ে সুপ্রীতি বিশ্বাস নামে এক ছাত্রী বললেন, ‘‘স্নাতকে ভর্তির জন্য এই কলেজই ছিল প্রথম পছন্দ। আজ কোনও ক্লাস হয়নি। নথির অনলাইন ও অফলাইন যাচাই হয়েছে। রুটিন পেয়েছি।’’ আর এক ছাত্রী নূপুর পালের কথায়, ‘‘কলেজে ভর্তির রসিদে কর্তৃপক্ষ স্ট্যাম্প মেরে দিয়েছেন। আইডেন্টিটি কার্ড হাতে পাওয়ার আগে এটাই দেখাতে হবে।’’
বিভিন্ন কলেজের অধ্যক্ষেরা জানাচ্ছেন, প্রথম দিন প্রথম বর্ষের ওরিয়েন্টেশন-পর্বে ভালই সাড়া মিলেছে। বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষা নাতাশা দাশগুপ্ত বলেন, ‘‘ইংরেজি, মনস্তত্ত্ব, ভূগোল, প্রাণিবিদ্যা ছাড়াও এ বছর ভাল সাড়া পেয়েছি অর্থনীতিতে। বিজ্ঞানের বিষয়গুলিতেও ভর্তির সংখ্যা ভালই থাকবে।’’ ওই কলেজে প্রথম পর্বে ৫৫৮ জন ভর্তি হয়েছেন। মোট আসন প্রায় ২২০০। তাই চাহিদা অনুযায়ী আসন কাটছাঁট করা হবে বলে কলেজ সূত্রের খবর।
প্রথম দিনেই প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে লেডি ব্রেবোর্ন কলেজে। অধ্যক্ষা শিউলি সরকার বললেন, ‘‘এখনও পর্যন্ত ২৩৫ জন মতো ভর্তি হয়েছেন। পরের কিছু রাউন্ডে আশা করি, সংখ্যাটা আর একটু বাড়বে।’’ হস্টেলেও নবাগতারা ভর্তি হচ্ছেন বলে শিউলি জানালেন। কলেজে আসন সংখ্যা ৬০০ মতো। আশুতোষ কলেজেও প্রথম পর্বে এক হাজার জনের কাছাকাছি ভর্তি হয়েছেন বলে জানালেন অধ্যক্ষ মানস কবি। ওই কলেজে ২৫৯৬ জনের আসন রয়েছে। পরের পর্যায়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।