রানি বিড়লা কলেজের পরিচালন সমিতি (জিবি) গঠন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা চললেও পরিচালন সমিতির নামে সভা ডেকে এক শিক্ষিকাকে উপাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে নিলম্বিত করা হয়েছে বলে জিবি সদস্যদের সূত্রে দাবি। এর আগে জিবি-র শিক্ষক, শিক্ষাকর্মী-প্রতিনিধি নিয়োগ পদ্ধতি নিয়ে শ্রাবন্তীর সঙ্গে মতবিরোধ হয়েছিল সরকার মনোনীত জিবি সভাপতি, তৃণমূল পুরপ্রতিনিধি কাজরী বন্দ্যোপাধ্যায় এবং অন্যতম সরকারি প্রতিনিধি, নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতি মানস কবি প্রমুখের। তাঁদের বৈঠকের পরে শ্রাবন্তী অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল।
কলেজে জিবি গঠন বিতর্কে হাই কোর্টে বিচারপতি বিভাস পট্টনায়কের সামনে শুনানির কথা সোমবার। তার আগেই জিবি বৈঠক ডেকে কলেজের শিক্ষিকা প্রীতি ঘাটানিকে উপাধ্যক্ষ নিয়োগ করা হয়। জিবির মনোনীত সদস্যদের একটি সূত্র জানাচ্ছেন, এটা সরকারি নির্দেশ। কিন্তু প্রাক্তন ও বর্তমান একাধিক প্রবীণ অধ্যক্ষের প্রশ্ন, যেখানে জিবি গঠন সম্পূর্ণ হওয়া নিয়েই বিতর্ক, সেখানে অধ্যক্ষকে নিলম্বন বা উপাধ্যক্ষ নিয়োগ কী ভাবে সম্ভব?
এর আগে জিবি সংক্রান্ত এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু রায় দেওয়ার মুখে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলার সওয়াল বাকি আছে বলে দাবি করেন। বিচারপতি বসু রায় দিতে মনস্থির করে ফেলেছিলেন বলে মামলাটি অন্য বিচারপতির কাছে সরানো হয়। সেখানে শুনানি চলাকালীনই কার্যত অভ্যুত্থানের ঢঙে অধ্যক্ষাকে সরানো হয় বলে অনেকে মনে করছেন। জিবি জটিলতায় কলেজের অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না বলে শ্রাবন্তী আদালতে জানিয়েছিলেন। উপাধ্যক্ষ নিয়োগ করে কলেজ পরিচালনা সুষ্ঠু ভাবে হবে বলে জিবি-র মনোনীত সদস্যদের দাবি। শ্রাবন্তী অসুস্থ অবস্থায় গৃহবন্দি বলে জানা গিয়েছে।