• ইনস্টাগ্রামে অশ্লীল রিল শেয়ারে বাধা, রাগে ছুরি নিয়ে স্বামীর উপর হামলা স্ত্রীর?
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • অশ্লীল ইনস্টাগ্রাম রিল তৈরি করে তা ইনস্টাগ্রামে শেয়ার করতে চেয়েছিলেন স্ত্রী? বাধা দেওয়ায় স্বামীর উপরে হামলা? এই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন গাজ়িয়াবাদের আনিস নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, স্ত্রী ইশরাত ইনস্টাগ্রামে আপত্তিকর রিল কনটেন্ট তৈরি করতেন। তিনি বাধা দেওয়ায় ইশরাত তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন তাঁর স্ত্রী, অভিযোগ আনিসের। স্ত্রীর হামলার একটি ভিডিয়ো তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন বলেও দাবি করেন।

    আনিসের দাবি, দীর্ঘ সময় ধরেই তাঁর সঙ্গে স্ত্রীর সম্পর্কের অবনতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রীর সঙ্গে অনেকের সম্পর্ক রয়েছে। তিনি সংসারের অন্যান্য দায়িত্ব এড়িয়ে অধিকাংশ সময় ফোনে ব্যস্ত থাকেন বলেও অভিযোগ তুলেছেন আনিস। এই বিষয়ে প্রশ্ন করায় স্ত্রী তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন এবং আত্মহত্যার ভয়ও দেখিয়েছিলেন বলে অভিযোগ আনিসের।

    এর আগে তাঁর বিরুদ্ধে নামে পুলিশের কাছে স্ত্রী মিথ্যে অভিযোগে করেন বলে দাবি ওই ব্যক্তির। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ অগস্ট লোনি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের হয়েছে। একটি ভিডিয়োও পাওয়া গিয়েছে, যেখানে ওই মহিলাকে ছুরি নিয়ে স্বামীর উপরে চড়াও হতে দেখা গিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস পুলিশের।

  • Link to this news (এই সময়)