আজকাল ওয়েবডেস্ক: প্রবল বর্ষণের জেরে মোহালির নায়াগাঁওয়ের মাজরি গ্রামে দেখা গেল এক অদ্ভুত ছবি। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। কিন্তু তারই মধ্যে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বন্যার স্রোতের জেরে যাত্রীবোঝাই একটি এসইউভি গাড়ি রাতারাতি উল্টে যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে শোনা যায় উপস্থিত মানুষদের আতঙ্কিত চিৎকার। তাঁরা অন্যদের ওই জলভর্তি পথে না যাওয়ার জন্য সতর্ক করছেন। কিন্তু তবুও কিছু অফ-রোড রাইডার সাহস করে জলমগ্ন রাস্তায় গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটি উল্টে যায়। প্রবল বর্ষণে ইতিমধ্যেই গ্রামে ব্যাপক জলজটের সৃষ্টি হয়েছে।
বহু রাস্তা অচল হয়ে পড়েছে, গ্রামবাসীরা কার্যত আটকে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগে একই রকমভাবে একটি জিপ গাড়িও বন্যার জলে ভেসে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত সরকারি সূত্রে হতাহতের কোনও খবর বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য মেলেনি। বৃষ্টি অব্যাহত থাকলে বিপদের আশঙ্কা আরও বাড়বে বলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। জম্মু ও কাশ্মীরের রামবন জেলায় শুক্রবার মেঘভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট হঠাৎ বন্যায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রশাসনের মতে, রাজগড় এলাকার উঁচু অঞ্চলে প্রবল বৃষ্টি ও মেঘভাঙা পরিস্থিতির কারণে আকস্মিক বন্যা দেখা দেয়, যা ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিছু বাড়ি পুরোপুরি জলের স্রোতে ধুয়ে গেছে। শ্রীনগর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত রামবনে উদ্ধার ও ত্রাণকাজ চলছে। নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সহায়তায় স্থানীয় প্রশাসন দল পাঠিয়েছে।গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জম্মু ও কাশ্মীর বিপর্যস্ত। নদীগুলো উপচে পড়েছে, বন্যার জল পথে-পাহাড়ে সবকিছু সমতল করে দিচ্ছে, আর ঢাল বেয়ে নেমে আসছে পাথর, গাছপালা ও শিলাখণ্ড। ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যা উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশকে যুক্ত রাখা একমাত্র সর্বকালীন সংযোগ টানা পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। এই সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টি ও হঠাৎ বন্যার কারণে উদমপুর জেলার জাখেনি ও চেনানি অংশে ভূমিধস নেমে যায়, যাতে দু'হাজারেরও বেশি গাড়ি আটকে পড়ে।
জম্মু অঞ্চলের আরও নয়টি আন্তঃজেলা সড়কও ভূমিধস ও ভাঙনের কারণে বন্ধ রয়েছে। টানা বৃষ্টির ফলে জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উদমপুর জেলার বহু গ্রাম বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এই সপ্তাহের শুরুতে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরের কাছে এক ভয়াবহ ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন নিখোঁজ হন। ত্রিকূট পাহাড়ে বৈষ্ণো দেবী মন্দিরের পথে পাহাড় ধসে ভয়াবহ ধ্বংসযজ্ঞের দৃশ্য তৈরি হয়। এরপর থেকেই যাত্রা বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তর শুক্রবার পুঞ্চ, রিয়াসি, রাজৌরি, কিশ্তোয়ার এবং উদমপুরে বজ্রঝড় ও বজ্রপাতের সম্ভাবনা জানিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে। শনিবার ও রবিবারের জন্য সতর্কতাটি আরও বাড়িয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। পুঞ্চ, কিশ্তোয়ার, জম্মু, রামবন এবং উদমপুরে আরও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।