• পেনশনের আবেদন জগদীপ ধনখড়ের, তবে এখনও রয়েছেন লোকচক্ষুর আড়ালেই ...
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার পেনশনের জন্য় আবেদন করলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে প্রাপ্ত পেনশনের জন্য আবেদন জানিয়েছেন তিনি। বিধানসভা সচিবালয়ের তরফে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর। কিন্তু কুর্সি ছাড়ার পর ধনখড় কোথায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। 

    ২১শে জুলাই উপ-রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। ১৯৯৩ সালে কংগ্রেসের টিকিটে আজমিরের কিষাণগড় আসন থেকে দশম রাজস্থান বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি।

    ১৯৯৮ সাল পর্যন্ত বিধায়ক থাকাকালীন, ধনখড় ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিধি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। নিয়ম অনুসারে রাজস্থানের প্রতিটি প্রাক্তন বিধায়ক মাসিক ৩৫,০০০ টাকা পেনশন পাওয়ার অধিকারী। এছাড়াও, বয়স-সম্পর্কিত বৃদ্ধির বিধান রয়েছে।

    ৭০ বছরের বেশি বয়সী একজন প্রাক্তন বিধায়ক অতিরিক্ত ২০ শতাংশ পেনশনের জন্য যোগ্য, যেখানে ৮০ বছরের বেশি বয়সীরা ৩০ শতাংশ পর্যন্ত বেশি পেনশন পেয়ে থাকেন।

    ৭৪ বছর বয়সী প্রাক্তন বিধায়ক জগদীপ ধনখড় নির্ধারিত পেনশনের থেকেও বয়সজনিত কারণে ২০ শতাংশ বেশি পেনশন পাবেন। ফলে তিনি প্রাক্তন বিধায়ক হিসাবে ৩৫,০০০ টাকার পরিবর্তে ৪২,০০০ টাকা মাসিক পেনশন পাবেন। যদি তিনি ৮০ বছর পার করেন, তাহলে নিয়ম অনুসারে পেনশনের পরিমাণ আরও ৩০ শতাংশ বৃদ্ধি পাবে।

    রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানী জানিয়েছেন, প্রাক্তন বিধায়ক হিসেবে ধনখড়ের পেনশনের আবেদন গৃহীত হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর, তিনি পেনশন পেতে শুরু করবেন। পাশাপাশি, বিনামূল্য চিকিৎসা, সরকারি কাজে যাতায়াতের খরচ, সরকারি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ, এমন একাধিক সুযোগ সুবিধা পাবেন।

    পেশায় আইনজীবী জগদীপ ধনখড় তাঁর রাজনৈতিক জীবনে রাজস্থানের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি, লোকসভার সদস্যও ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হওয়ার আগে কেন্দ্রে মন্ত্রীত্ব সামলেছিলেন। ২০১৯ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয় তাঁকে। পরে ২০২২ সালে তাঁর পদোন্নতি হয়। উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তিনি। ফলে রাজ্যসভার চেয়ারপার্সন নিযুক্ত হন। সাংবিধানিক পদে বসে ধনখড় নানা কারণে বিতর্কে জড়িয়েছেন। 
  • Link to this news (আজকাল)