• ঠাসা ভিড়, বন্ধ হচ্ছে না দরজা, ব্যস্ত সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কলকাতা মেট্রোর ছবি ভাইরাল...
    আজকাল | ৩০ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর ব্যস্ত সময়ের বিশৃঙ্খলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন এক তরুণী। বাসু নামে পরিচিত ওই তরুণীর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওর শুরুতেই দেখা যায়, ওই তরুণী ভিড়ে ঠাসা একটি মেট্রোর কামরার দিকে ইঙ্গিত করে বলছেন, ‘নতুন মেট্রো খোলা হয়েছে, কিন্তু পুরনো সমস্যার সমাধান হয়নি। আমাদের মতো মানুষ অফিসে যেতে পারছে না এই তামাশার জন্য’। পোস্টের ক্যাপশনে তিনি আরও লিখেছেন, ‘যারা রোজ মেট্রোতে চড়েন, তারা জানেন ব্লু লাইনে এখন প্রতিটি মেট্রো ২০ মিনিট দেরিতে আসছে। এটাই আসল সমস্যা।’ 

    তিনি আরও অভিযোগ করেছেন, ‘অফিস টাইমে ভিড় হওয়া স্বাভাবিক। কিন্তু তখন যদি ২০ মিনিটে একবার মেট্রো আসে, তাহলে ম্যানেজমেন্ট ও সরকারকে প্রশ্ন করার যথেষ্ট কারণ তৈরি হয়।’ তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের কিছু সমালোচনার মুখে পড়েন বাসু। তার জবাবে তিনি লিখেছেন, ‘আমি জানি মেট্রো কেন্দ্রীয় সরকারের অধীনে, তাই ‘ম্যানস্প্লেন’ করার দরকার নেই। তবে মেট্রো যেহেতু রাজ্যের ভেতরেই চলছে, তাই দায়িত্ব দু’পক্ষেরই। শুধু আমি ইংরেজি বলি বা ‘এলিট’ মনে হয় বলে যদি এতটা ট্রিগার্ড হন, তাহলে সেই শক্তিটা ম্যানেজমেন্টকে প্রশ্ন করতেও ব্যবহার করুন।’ এরপর তিনি নিজের ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ করে দেন। উল্লেখ্য, কলকাতা মেট্রোর প্রধান দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, এবং এর কার্যক্রম তত্ত্বাবধান করে রেল মন্ত্রক। কিছু প্রকল্প কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের অধীনে রয়েছে, যেটিও রেল মন্ত্রকের আওতায়।

    উল্লেখ্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুক্রবার বিকেলে উদ্বোধন করলেন কলকাতার বহু প্রতীক্ষিত তিন লাইনের মেট্রো। এই তিনটিই সম্প্রসারিত মেট্রো পথ শহরের। এক কথায়, পুজোর আগেই মেট্রোপথে জুড়ে গেল শহর। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড, দীর্ঘ অপেক্ষার শেষে খুলে যাওয়া সম্প্রসারিত পথে চলেছে মেট্রোর রেক। প্রথম যাতায়াত সফল। এই প্রায় তিন কিলোমিটার পথ মেট্রোয় সময় লেগেছে প্রায় চার মিনিট। ২০২৪ সালেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার তলায় মেট্রো চলাচল। অন্যদিকে মেট্রো ছুটছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তাতে বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা হয়েছে। তবে বউবাজার অংশে নানা সমস্যার কারণে দীর্ঘকাল থমকে ছিল ওই অংশের কাজ। তবে এবার শিয়ালদহ-এসপ্ল্যানেড লাইনের উদ্বোধন হয়ে যাওয়ায়, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাতে সময় বাঁচবে বহু। নিত্যযাত্রীদের যাতায়াতে আর একাধিকবার পরিবহন বদল করতে হবে না। এক মেট্রোতেই শহরের এক প্রান্ত থেকে পৌঁছে যাওয়া যাবে অন্য প্রান্তে।
  • Link to this news (আজকাল)