শ্রীনগর, ৩০ আগস্ট: জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে গত সপ্তাহে এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করেছিলে নিরাপত্তা বাহিনী। আজ, শনিবার তার মধ্যে একজনের পরিচয় জেনেছে জম্মু ও কাশ্মীর পুলিস। নিহতদের মধ্যে রয়েছে বাগু খান ওরফে ‘হিউম্যান জিপিএস’। যাকে জঙ্গিরা ‘সমন্দর চাচা’ নামেও ডাকতো। ১৯৯৫ থেকে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানোর মূল দায়িত্বে ছিল সে। জঙ্গিদের লজিস্টিক সাপোর্টও দিতেন। প্রায় দু’দশক ধরে নিরাপত্তা বাহিনীর হিট লিস্টে ছিল বাগু খান ওরফে ‘হিউম্যান জিপিএস’। কাশ্মীরের কঠিন ভূখণ্ড এবং পাহাড়ি এলাকার গোপন পথ সম্পর্কে জ্ঞান ছিল বাগু খানের।সেই কারণেই ভারতে জঙ্গিদের অনুপ্রবেশে বড়সড় ভূমিকা ছিল তার। বাগু খানের কাছ থেকে একটি পরিচয় পত্র পেয়েছে নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিস। তাতে উল্লেখ রয়েছে, পাকিস্তানের মুজফ্ফরবাদের বাসিন্দা সে। দীর্ঘদিন ধরেই হিজবুল মুজাইদিনের সঙ্গে যুক্ত ছিল বাগু খান। গত ২৩ আগস্ট জম্মু ও কাশ্মীরের নৌসেরার নারের গুরেজ সেক্টর দিয়ে ভারতে বাগু ও এক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। সতর্ক ছিল নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয় তাদের। ভারতে এখনও পর্যন্ত গুরেজ এলাকা দিয়ে ১০০-র বেশি জঙ্গিদের অনুপ্রবেশে বাগু ওরফে ‘সমন্দর চাচা’ সাহায্য করেছিল। তাকে নিকেশ করায় বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা।