• চন্দ্রকোনা রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১, জখম ১৬
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ভয়াবহ পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায় মৃত্যু হল একজনের। মৃতের নাম সামিম মণ্ডল (২১)। জানা গিয়েছে, আজ, শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে ৬০নং জাতীয় সড়কের উপর কুবাই ব্রিজে ওঠার আগেই উল্টে যায় একটি পিকআপ ভ্যান। সেই পিকআপ ভ্যানেই ছিল প্রায় ১৬ জন শ্রমিক। তারা সকলেই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন। ওই পিকআপ ভ্যানেই ছিলেন সামিম। দুর্ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে।এই দুর্ঘটনায় জখম শ্রমিকদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আটজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিস। জখম শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত ও বিধায়ক সুজয় হাজরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পিকআপ ভ্যানটির গতি অনেকটাই বেশি ছিল। যার ফলে ব্রিজে ওঠার মুখে পিকআপ ভ্যানটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই কারণেই ঘটেছে দুর্ঘটনাটি। তদন্ত শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)