কুলটিতে শ্যুটআউটের জেরে মৃত্যু হল আসানসোল পুরসভার এক অস্থায়ী কর্মীর, ধৃত ১
বর্তমান | ৩০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাতের অন্ধকারে শ্যুটআউট! আর সেই শ্যুটআউটের জেরে প্রাণ গেল আসানসোল পুরসভার অস্থায়ী কর্মী জাভেদ বারিকের। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুরে। বছর পঞ্চাশের জাভেদ গতকাল, শুক্রবার রাতে বাজার থেকে পান খেয়ে বাড়ি ফিরছিলেন। তখনই মাঝ রাস্তায় খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাভেদ। তারপরেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো বিষয়টি ধরা পড়ে।ঘটনার পরেই জাভেদকে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর খুড়তুতো ভাই ইন্তেখাব আলমকে গ্রেপ্তার করেছে পুলিস। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে, প্রাথমিকভাবে জেনেছে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি জনবহুল এলাকায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্ক চড়িয়েছে নিয়ামতপুরে।