নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবৈধ অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁকে হাজিরার জন্য সমন পাঠিয়েছে ইডি। সূত্রের খবর, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছিলেন অঙ্কুশ। সেই সূত্রেই ইডির তলব বলে জানা গিয়েছে। তবে কবে অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই দেশজুড়ে তদন্ত চালাচ্ছে ইডি।এই অ্যাপগুলির প্রচার ও বিজ্ঞাপন করার বিনিময়ে আর্থিক সুবিধা পেয়েছেন একাধিক নেটপ্রভাবি, অভিনেতা-অভিনেত্রীরা। তাই সেরকম ২৯ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে ইডি। ইতিমধ্যেই এই মামলায় ইডির অফিসে হাজিরা দিয়েছেন বিজয় দেবরকোন্ডা, রানা ডাগ্গুবাটি, প্রকাশ রাজরা। এবার সেই তালিকায় নাম জড়িয়েছে অঙ্কুশের। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন প্রসঙ্গে মুখ খোলেননি তিনি।