• নওদায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণনাশের হুমকি চিঠি
    দৈনিক স্টেটসম্যান | ৩০ আগস্ট ২০২৫
  • মুর্শিদাবাদের নওদার দুধসর এলাকায় হুমকি চিঠি ঘিরে শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিথ্যার বাড়ির সামনে একটি হুমকি চিঠি রেখে চলে যায়। চিঠির সঙ্গে ছিল কয়েকটি দড়ি, যা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিঠিতে আতিকুল মালিথ্যার প্রাণনাশের ইঙ্গিত দেওয়া হয়েছে। চিঠির পাশেই একটি কালো পলিথিনে কিছু দড়ি রাখা ছিল, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। এই ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন।

    তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। পুলিশ উদ্ধার করে চিঠি ও দড়ি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আতিকুল মালিথ্যা জানান, তিনি এই হুমকির কারণ সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না। আতিকুল মালিথ্যা তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নির্বাচিত হয়েছিলেন। ২৪ সদস্য বিশিষ্ট এই পঞ্চায়েতের মধ্যে ১৭ জন সদস্যই তৃণমূলের। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

    আতিকুল মালিথ্যা ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কিত। পুলিশ তাঁদের আশ্বস্ত করেছে যে দ্রুত ঘটনাটির কিনারা করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)