• ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিমগামী যাত্রীদের দুর্ভোগ
    দৈনিক স্টেটসম্যান | ৩০ আগস্ট ২০২৫
  • ফের ধসের কবলে ১০ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার মধ্যরাত থেকে পাহাড়ে টানা বৃষ্টির জেরে ভোরে সেবক করোনেশন ব্রিজের কাছাকাছি রাস্তার একটি বড় অংশে ধস নামে। ধসের ফলে বিশাল পাথর এবং মাটি রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ায় আপাতত ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, ধসের পেছনে রয়েছে লাগাতার বৃষ্টিপাত। বৃষ্টির কারণে পাহাড়ি ঢালে মাটি আলগা হয়ে গিয়েছে, যার ফলেই এই ধস। ধস সরানোর কাজ শুরু হলেও, রাস্তার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

    উল্লেখ্য, ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি হয়ে সিকিমের মূল প্রবেশপথ। এই সড়ককেই সাধারণত সিকিমের ‘লাইফলাইন’ বলা হয়। ফলে সড়ক বন্ধ হওয়ায় শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং সিকিমের অন্যান্য অংশে যাতায়াতকারী যাত্রী ও পর্যটকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিকল্প পথ হিসেবে লাভা ও গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই পথ অনেকটাই দীর্ঘ এবং দুর্গম হওয়ায় যাত্রীদের বাড়তি সময় এবং জ্বালানির খরচ বহন করতে হবে।

    গত কয়েক দিনে জাতীয় সড়ক ১০-এর বিভিন্ন অংশে একাধিকবার ধস দেখা গিয়েছে। সম্প্রতি শ্বেতীঝোড়ার কাছে রাস্তার একটি অংশ তিস্তা নদীর গর্ভে তলিয়ে যায়। বিভিন্ন অংশে ফাটল দেখা যাওয়ায় রাস্তার অবস্থা আগেই নাজুক হয়ে পড়েছিল। ১৫ আগস্টের পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফের যান চলাচল শুরু হলেও, শনিবার ভোরের ধসে আবারও সেই সড়ক অচল হয়ে পড়ল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দ্রুত ধস সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)