হেমন্ত মৈথিল, বারাণসী: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু’দিনের সফরে শুক্রবার বারাণসীতে পৌঁছলেন। সার্কিট হাউসের অডিটোরিয়ামে বৈঠক করে তিনি জেলার চলমান প্রকল্প, আইনশৃঙ্খলা এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রয়েছে তা খতিয়ে দেখেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের মনে যেন পুলিশের ভয় থাকে। তিনি থানাগুলোকে নিয়মিত গণশুনানি করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। যানজট কমাতে আলাদা করে অটো-ট্যাক্সি স্ট্যান্ড ও ভেন্ডিং জোন তৈরির আদেশ দেন।
স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমনকী পেশাদার রক্তদাতাদের চিহ্নিত করেও ব্যবস্থা নিতে বলেন। বারাণসীকে দ্রুত টিবি-মুক্ত করার জন্য একটি বিশেষ প্রচার অভিযান চালানোর কথা বলেন।
বন্যা দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কোনও গাফিলতি তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। কৃষকদের সময়মতো ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
জেলার বিভিন্ন প্রকল্পের কাজ সময়মতো সম্পন্ন করার উপর জোর দেন যোগী। ‘রিং রোড ফেজ-২’ অবশ্যই ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ বলে জানান। একই সঙ্গে কাজ্জাকপুরা ফ্লাইওভারের কাজ ২০২৫ সালের নভেম্বরের মধ্যে শেষ করার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে জেলায় প্রায় ১৫০০০ কোটি টাকার ৬৬টি বড় প্রকল্পের কাজ চলছে।
মরিশাসের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের জন্য নিরাপত্তা ও স্বাগত জানানোর সমস্ত প্রস্তুতি সময়মতো শেষ করার নির্দেশ দেন আধিকারিকদের। এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনিল রাজভর, স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল, আয়ুশ প্রতিমন্ত্রী ডাঃ দয়াশঙ্কর মিশ্র এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।