• ‘সম্ভলের জনবিন্যাস বদলের চেষ্টা সপা-কংগ্রেসের’, প্রতাপগড়ে বিস্ফোরক যোগী
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: সম্প্রতি সামনে এসেছে সম্ভল দাঙ্গা সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্ট। শুক্রবার এই রিপোর্টকেই হাতিয়ার করে বিরোধীদের কড়া আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দাবি, এই রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে এটি পরিকল্পিত দাঙ্গা ছিল, যেখানে হিন্দুদের নিশানা করা হয়। তিনি আরও বলেন, সম্ভলের জনবিন্যাস বদলের চেষ্টা করছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস।  

    প্রতাপগড়ের সভায় সপা ও কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে যোগী বলেন, “সপা-কংগ্রেস জমানায় হিন্দুদের সংখ্যা কমিয়ে জনবিন্যাস পরিবর্তনের ষড়যন্ত্র করা হয়। এখন ডবল ইঞ্জিন সরকার এসব বরদাস্ত করবে না। যারা রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করবে, তাদের রাজ্য ছেড়ে চলে যেতে হবে।” বিরোধীদের নিশানা করে যোগীর আরও অভিযোগ, সপা-কংগ্রেস জমানায় মাফিয়ারাজকে প্রশ্রয় দিয়েছে সরকার। সরকারি মদতে গরিব মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যোগীর দাবি, বিজেপি সরকার রাজ্যকে মাফিয়ারাজের হাত থেকে বাঁচিয়ে উন্নয়নের পথে নিয়ে এসেছে। এই কারণেই বিরোধীদের ছুঁড়ে ফেলে দিয়েছে সাধারণ মানুষ।

    এদিন, ‘ভোটার অধিকার যাত্রা’য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মায়ের উদ্দেশে কটুক্তির বিরুদ্ধেও সরব হন যোগী। রাহুল গান্ধীকে একহাত নিয়েছেন যোগী। রাহুলের ক্ষমা চাওয়ার দাবি জানালেন তিনি। যোগী বলেন, “এই ধরণের বক্তব্য বিরোধীদের হতাশার লক্ষণ। যারা এত নীচে নামতে পারে, রাজনীতিতে তাদের কোনও স্থান নেই। বিরোধীদের বুঝতে হবে নরেন্দ্র মোদি পৃথিবীর সবথেকে জনপ্রিয় নেতা। বিরোধীদের আক্রমণ শুধু মোদি নয়, দেশের ১৪০ কোটি মানুষের অপমান।”

    শুক্রবার প্রতাপগড়ে ৫৭০ কোটি টাকা মূল্যের ১৮৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আদিত্যনাথ। এই অনুষ্ঠান থেকে ইন্ডিয়া জোটকে ‘ভারত বিরোধী’ জোট বলে তাঁর অভিযোগ, এই জোট জাতি ও ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে ভারতের সম্মান নষ্ট করছে।
  • Link to this news (প্রতিদিন)