• ব্যাঙ্কের ক্যান্টিনে গোমাংসে নিষেধাজ্ঞা, বামশাসিত কেরলে বিতর্ক তুঙ্গে
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছ হোক বা গোমাংস। সাধারণ মানুষ কী খাবে, আর কী খাবে না সেই নিয়ে ফতোয়া জারি করে বারবার বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতারা। বিজেপিশাসিত রাজ্য়গুলিতে এমনটা আকছার ঘটে থাকে। কিন্তু এবার বামশাসিত কেরলের কোচি শহরে কানাড়া ব্যাঙ্কের একটি ব্রাঞ্চের ক্যান্টিনে নিষিদ্ধ হল গোমাংস। এই নিষেধাজ্ঞা জারি করেছেন ব্রাঞ্চ ম্যানেজার। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

    জানা গিয়েছে, সম্প্রতি বিহার থেকে বদলি হয়ে ওই ম্যানেজার কোচির ব্রাঞ্চে এসেছেন। তাঁর ব্যবহার ও কথাবার্তায় মোটেও খুশি নন ব্যাঙ্কের সাধারণ কর্মীরা। তাঁরা অভিযোগ করছেন, বেশ কিছুদিন ধরেই ওই ম্যানেজার কর্মীদের সঙ্গে মানসিক হয়রানি ও অবমাননাকর আচরণ করছেন। যার প্রতিবাদে কর্মসূচিও ঠিক করেছিল ব্যাঙ্ককর্মী সংগঠন। এই পরিস্থিতিতেই ক্যান্টিনে গোমাংস খাওয়ায় আপত্তি জানান ওই ব্রাঞ্চ ম্যানেজার। তাতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্মীরা। প্রতিবাদে তাঁরা প্রকাশ্যে গোমাংস খেয়ে বিক্ষোভ দেখান।

    ব্যাঙ্ককর্মী সংগঠনের নেতা এসএস অনিলা জানিয়েছেন, “ব্যাঙ্কে একটি ছোট ক্যান্টিন আছে, সেখানে নির্দিষ্ট দিনে গোমাংস পরিবেশন করা হয়। ম্যানেজার ক্যান্টিন কর্মীদের জানিয়ে দিয়েছেন, আর তা খাওয়া যাবে না। এই ব্যাঙ্ক সংবিধানের নির্দেশ মেনেই চলে। কে কী খাবে সেটা একান্তই ব্যক্তিগত বিষয়। ভারতে প্রত্যেকেরই নিজের খাবার বেছে নেওয়ার অধিকার আছে।”

    ব্যাঙ্ক কর্মীদের এই প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন কেরলের বাম নেতারাও। বিধায়ক কেটি জলিল বলেন, “সংঘ পরিবারের কোনও এজেন্ডা কেরলে চলবে না।” সোশাল মিডিয়াতেও এই নিয়ে সোচ্চার হয়েছেন এই বাম নেতা। সেখানে তিনি লিখেছেন, “কী খাব, কী পরব, কী ভাবব এই সিদ্ধান্ত কারও নয়।  কেরলের মাটি লাল, এই ভূমির হৃদয় লাল। যেখানে লাল পতাকা ওড়ে, ভয়ের কিছু নেই- ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলো, দাঁড়াও। কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হলে সংঘের পতাকা ওড়ার কোনও সুযোগ নেই। জনগণের কল্যাণ কেউ খর্ব করতে পারবে না। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই পৃথিবীর সত্য।”
  • Link to this news (প্রতিদিন)