• SIR নিয়ে আপত্তি তুলে রাহুল সাক্ষাতে ‘মতুয়া মহাসংঘ’, ধাক্কা খাবে বিজেপি?
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী: তৃণমূল-বিজেপির পর এবার রাজ্যের মতুয়াদের মন পেতে আসরে কংগ্রেসও। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্যোগে মতুয়া মহাসংঘের ব্যানারে বিহারে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এলেন মতুয়া সমাজের একাংশের প্রতিনিধিরা। মূলত, কেন্দ্রের মোদি সরকারের SIR নিয়ে আপত্তি তুলে রাহুলের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

    শনিবার বিহারের ছাপরায় বনগাঁ থেকে বিহারে যাওয়া মতুয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার বিরোধী দলনেতা। আগামী দিনে তাঁকে বাংলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয় মতুয়া ভক্তদের তরফে।  মতুয়া মহা সংঘ এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অবদান সম্পর্কে অবগত হন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধীকে মতুয়া ধর্মের মালা এবং গামছা উপহার দেওয়া হয়। মতুয়া ভক্তদের দাবি, যেভাবে এসআইআর-এর নামে মতুয়াদের ‘বেনাগরিক’ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে রাহুল গান্ধীর যে আন্দোলন, তারা সেটা সমর্থন করেন। রাহুল যেভাবে SIR এর বিরোধিতা করে গোটা দেশজুড়ে আন্দোলন চালাচ্ছেন সেজন্য তাকে বাংলায় আমন্ত্রণ জানানো হয়। প্রতিনিধি দলে থাকা মতুয়া ভক্তদের দাবি তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের আসার ইচ্ছাপ্রকাশ করেছেন রাহুল গান্ধী।
  • Link to this news (প্রতিদিন)