• জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে, উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে উত্তরবঙ্গও
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • নিরুফা খাতুন: বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়। পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

    হাওয়া অফিস জানিয়েছে আজ, শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও। রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও মেদিনীপুরে।

    সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার, কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বৃষ্টি হয়েছে ১৮.৮ মিলিমিটার।

    দক্ষিণে বৃষ্টি কিছুটা কমলেও আজ, রবিবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে পূর্বাভাস। রবিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে। 
  • Link to this news (প্রতিদিন)