• নেশা করে স্ত্রীকে ‘মার’, প্রতিবাদ করায় কৃষ্ণনগরে বাবাকে ‘কোপ’ ছেলের
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের খুন কৃষ্ণনগরে! মদ খাওয়ার জেরে পারিবারিক অশান্তি! বউমার উপর অত্যাচারের প্রতিবাদ করায় জেরে ছেলের হাতে খুন বাবা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তগর্ত বারুইহুদা গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাধন দুলর্ভ। বয়স ৫৫ বছর। তিনি কোতোয়ালি থানার বারুইহুদা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, মৃতের ছেলে প্রবীর দুলর্ভ প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরে অশান্তি করেন। তাঁর স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। শনিবার রাতে অত্যাচারের মাত্রা সাধনবাবুর সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

    তিনি ছেলের এই ব্যবহারের প্রতিবাদ জানান। চড় মারেন প্রবীরকে। অভিযোগ সেই সময় ধারালো অস্ত্র নিয়ে বাবাকে কোপান প্রবীর। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। প্রৌঢ়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আরেক ছেলে প্রতাপ দুর্লভ। তবে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন।

    এদিকে অভিযুক্ত প্রবীর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাঁকে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁকে স্থানীয়রা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। প্রবীর হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)