ফের ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, দার্জিলিং থেকে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম
প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেবকের করোনেশন ব্রিজের কাছে বিরাট আকারের পাথর রাস্তায় পড়ে বিপত্তি। বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। তার ফলে আপাতত বন্ধ যানচলাচল। ঘুরপথে দার্জিলিং থেকে সিকিম যেতে হচ্ছে পর্যটকদের। যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেই জানিয়েছে প্রশাসন।
চলতি বছরের শুরু থেকে ছক্কা হাঁকাচ্ছে বর্ষা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির যেন বিরাম নেই। তার ফলে ফুঁসছে উত্তরবঙ্গে নদীগুলি। শুক্রবার রাত থেকে পাহাড়ে ফের লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। তার ফলে পাথর ধসে রাস্তায় পড়ে বলেই মনে করা হচ্ছে। রাতের দিকে এই ঘটনা ঘটায় হতাহতের কোনও খবর নেই। বলে রাখা ভালো, এই প্রথমবার নয়। চলতি মরশুমে একাধিকবার ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। শ্বেতিঝোড়ার কাছে রাস্তার বেশ কিছুটা অংশ ইতিমধ্যে তিস্তা গর্ভে তলিয়ে যায়। তবে সেই সময় মেরামত করে যানচলাচল স্বাভাবিক করা হয়।
আবার এই বিপর্যয়ে ফের নতুন করে বন্ধ যানচলাচল। ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছনোর প্রধান রাস্তা। তাই বিপদে পড়েছেন পর্যটকরা। দার্জিলিং থেকে সিকিম ঘুরপথে যেতে হচ্ছে পর্যটকদের। কালিম্পং জেলা প্রশাসনের তরফে, লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার কথা বলা হয়েছে। তা বেশ খানিকটা ঘুরপথ। তা স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন পর্যটক ও গাড়িচালকরা। এদিকে, অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিও বিপর্যস্ত। জলমগ্ন জলপাইগুড়ি শহর। জলস্তর বাড়ছে তিস্তা, করলা, জলঢাকা নদীর। তিস্তা নদীর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচদপ্তর। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।