• অন্য মহিলাকে ‘বিয়ে’ প্রেমিকের, অভিমানে আত্মঘাতী বাসন্তীর ১৭ বছরের কিশোরী!
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: দীর্ঘদিনের সম্পর্কের পর প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মহিলাকে বিয়ে! এসব আর সহ্য করতে পারেনি কিশোরী মন। প্রেমিকের বিয়ের খবর পেয়ে চরম সিদ্ধান্ত নিল সে! বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমে ধাক্কা খেয়েই এত বড় সিদ্ধান্ত নিয়েছে মেয়ে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ভারতগড় এলাকার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রেমে বিশ্বাসভঙ্গের জন্য বছর সতেরোর মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর কালীডাঙার ঈদগাহ মাঠ এলাকার স্থানীয় এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বাসন্তীর যশোদা বিদ্যাপীঠের বছর সতেরোর ছাত্রী। সম্পর্ক এতটাই গভীর হয় যে ওই যুবক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছি বলে দাবি পরিবারের সদস্যদের। কৈশোর-যৌবনের সন্ধিক্ষণের এমন এক মুহূর্তে প্রেমিককে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে মশগুল হয়ে পড়েছিল মেয়েটি। কিন্তু অচিরেই সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায় তার। দিন তিনেক আগে কিশোরী জানতে পারে, প্রেমিক আচমকাই অন্য এক মহিলাকে বিয়ে করেছে। স্বভাবতই মানসিকভাবে ভেঙে পড়ে সে। এতদিনের সম্পর্কে বিশ্বাসঘাতকতার অপমান, দুঃখ সহ্য করতে পারেনি। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কিশোরীর দেহ। প্রাথমিক অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

    প্রতিবেশীরা জানাচ্ছেন, পড়াশোনায় ভালো ছিল ওই ছাত্রী, স্বভাবও ছিল শান্তশিষ্ট। মাত্র ১৭ বছর বয়সে তার এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। কিশোরীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে প্রেমঘটিত সমস্যার কারণে কিশোরীর আত্মহত্যার তত্ত্বই উঠে আসছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আবার স্থানীয় একাংশের দাবি, প্রেমে প্রতারণার শিকার হয়েই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে ওই ছাত্রী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তার প্রেমিক বা তার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)