• ফাঁকা ঘরে পড়ে একরত্তি, মুখভর্তি ফেনা! নদিয়ায় শিশুর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
    প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: এক শিশুকন্যার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হল নদিয়ার তেহট্ট এলাকায়। ঘরের ভিতর ঘুমিয়েছিল ওই শিশুকন্যা। পরে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। শিশুর পাশে একটি কীটনাশকের বোতল খোলা অবস্থায় পাওয়া যায়! শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পরে তার মৃত্যু হয়। নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

    তেহট্ট এলাকায় কুষ্টিয়ায় ওই পরিবারের বাস। শুক্রবার সন্ধ্যার পর ওই দেড় বছরের শিশুটি তার মায়ের সঙ্গে বাড়িতেই ছিল। জানা গিয়েছে, সন্তানকে ঘরের ভিতর ঘুম পাড়িয়ে তার মা বাইরে কাজ করতে গিয়েছিলেন। পরে ওই মহিলা ঘরে ঢুকে দেখতে পান শিশুটির মুখ দিয়ে ফেনা বার হচ্ছে। শুধু তাই নয়, ওই শিশুর পাশে খোলা অবস্থায় পড়ে রয়েছে একটি কীটনাশকের বোতল। শিশুটি দ্রুত ক্রমে আরও অসুস্থ হয়ে পড়ে। তার মায়ের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা সেখানে জড়ো হয়।

    দ্রুত তাকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন হাসপাতালে মারা যায় ওই একরত্তি। খবর দেওয়া হয় তেহট্ট থানায়। রাতেই তেহট্ট থানার পুলিশ হাসপাতালে পৌঁছয়। কিন্তু কীভাবে শিশুর পাশে এল ওই কীটনাশকের বোতল? পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ষার কারণে বাড়িতে কিছুদিন ধরে কেঁচোর উপদ্রব হয়েছিল। সেজন্য ঘরে কীটনাশক কিনে এনে রাখা হয়েছিল। প্রাথমিক অনুমান, পরিবারের অজান্তে ওই শিশুটি ঘুম থেকে উঠে পড়েছিল। সেই কীটনাশকের বোতলটি সে কোনওভাবে হাতে পেয়ে গিয়েছিল। বোতলের ছিপি খুলে মুখে দিতেই ঘটে অঘটন! কীটনাশক পেটে যেতেই মুখ দিয়ে ফেনা বার হতে থাকে! পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে।
  • Link to this news (প্রতিদিন)