টালিগঞ্জে ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?
প্রতিদিন | ৩০ আগস্ট ২০২৫
অর্ণব আইচ: ফের কলকাতায় বৃদ্ধের রহস্যমৃত্যু। দক্ষিণ কলকাতার টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউতে ব্যাপক চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের। তবে মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।
ওই বৃদ্ধের নাম মোহন ভগবত। জানা গিয়েছে, ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ শনিবার সকালে ছাদে পায়রাকে খাবার খাওয়াতে গিয়েছিলেন। তারপরই কোনও ভারী বস্তু ছাদ থেকে নিচে পড়ার শব্দ পান তাঁর পরিবারের লোকজন এবং অন্যান্য আবাসিকরা। দৌড়ে যান সকলে। দেখেন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। তার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। তাই আত্মহত্যার তত্ত্ব একেবারে উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। আবার কেউ তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে পারে, তা-ও অসম্ভব নয়। রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধ অসাবধানতায় নিচে পড়ে গিয়েছেন নাকি কেউ ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই আবাসন এবং আবাসন লাগোয়া আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তার মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।