• চা পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার
    এই সময় | ৩০ আগস্ট ২০২৫
  • চুরির অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জনকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। ধৃত ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি রাজগঞ্জ ব্লকের বেলাকোবায়। অন্যজন অম্বিকানগরের বাসিন্দা। ধৃত এনজেপি থানা এলাকার কাশ্মীর কলোনিতে ট্র্যাফিক সামলানোর কাজ করতেন ওই সিভিক ভলান্টিয়ার। শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে দু’জনকেই পুলিশ হেফাজতে পাঠানো হয়।

    কিছু দিন ধরে গোরা মোড় টি পার্ক এলাকায় চা পাতার গাড়ি থেকে নিয়মিত চা চুরি হচ্ছিল। এই সংক্রান্ত বহু অভিযোগ আসে এনজেপি থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এক সিভিক ভলান্টিয়ার এই ঘটনায় জড়িত।

    টি পার্ক এলাকায় বেশ কয়েকটি চা পাতার গোডাউন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। সেখানকার এক ব্যবসায়ীর বক্তব্য, ‘আমাদের এখান থেকে চা পাতা বোঝাই গাড়ি বিভিন্ন জায়গায় যায়। মাঝে মধ্যেই গ্রাহকরা কম পরিমাণ চা পাতার বস্তা পাচ্ছিলেন বলে অভিযোগ করছিলেন।’ এর পরেই পুলিশকে বিষয়টি জানান।

    কী ভাবে সেই চুরি চলত? তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চা পাতা বোঝাই গাড়িগুলি স্পিড ব্রেকারের সামনে এসে গতি কমাতেই গাড়ি থেকে নামিয়ে নেওয়া হতো চায়ের বস্তা। এই চুরি হতো সন্ধের পর থেকে, চলত গভীর রাত পর্যন্ত। সূত্র মারফত বিষয়টি জানতে পেরে এনজেপি থানার পুলিশ গোপনে তদন্তে নামে। শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার হন ওই দুই যুবক।

  • Link to this news (এই সময়)