• ‘সংসার চলে না...’, ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার মোটিভেশনাল স্পিকার
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • এ যেন জেকিল এবং হাইডের নব সংস্করণ।

    তিনি মোটিভেশনাল স্পিকার। জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে থাকার বার্তা দেন। কীভাবে অপরাধমুক্ত সমাজ গড়া যায়, সেই কথা বলেন। কিন্তু রাত হলেই তাঁর অন্য রূপ। অস্ত্রশস্ত্র নিয়ে তিনি তখন ডাকাতি করতে বের হন। এমন অভিযোগেই মনোজ কুমার সিংহকে গ্রেপ্তার করল ভুবনেশ্বর পুলিশ।

    ঘটনার সূত্রপাত ১৪ অগস্ট। এক নবদম্পতির বাড়ি থেকে ২০ লক্ষ টাকার সোনার গয়না এবং ১ লক্ষ টাকা নগদ খোয়া যায়। থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। তদন্তে নেমে মনোজকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরেই সামনে আসে মোটিভেশনাল স্পিকারের ডাকাত হয়ে ওঠার কাহিনী।

    পুলিশ সুত্রে খবর, নয়াগড়ের বাসিন্দা মনোজ স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। স্কুলেই পড়াশোনার ইতি। তার পর থেকেই ছোটখাটো চুরি দিয়ে হাত পাকিয়েছেন তিনি। কিন্তু পুলিশের চোখ এড়াতে মোটিভেশনাল স্পিকারের ভেক ধরেন। ইউটিউবে নিয়মিত ভিডিয়ো আপলোড করতেন। সেই সব ভিডিয়ো দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। প্রায় প্রত্যেক ভিডিয়োতেই অপরাধমুক্ত সমাজ গড়ার বার্তা দিয়েছেন তিনি।

    মনোজের গ্রেপ্তারির খবর সামনে আসতেই হতবাক তাঁর অনুরাগীরা। এমনটা যে ঘটতে পারে স্বপ্নেও ভাবতে পারছেন না তাঁরা। পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহও বিস্মিত। তিনি বলেন, ‘তিনি অপরাধ দমনের কথা বলতেন। অথচ নিজেই এই কাজের সঙ্গে যুক্ত। ধৃতের মোটিভেশনাল স্পিচের বেশ কিছু ভিডিয়ো আমাদের হাতে এসেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

    ধৃত মনোজ জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তদন্তকারীদের মনোজ জানিয়েছেন, সংসার চালাতেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, মনোজের বিরুদ্ধে ১১টি চুরি এবং ডাকাতির মামলা রয়েছে। জেলও খেটেছেন। তাঁর প্রতিবেশীরাও এই সম্পর্কে ওয়াকিবহাল। মনোজের পাড়াতেই থাকেন সুবেশ খুঁটিয়া। তিনি বলেন, ‘একটা সময়ে চুরি-ডাকাতি করতেন বলে শুনেছি। কিন্তু তাঁর মোটিভেশনাল স্পিচ শুনে মনে হয়েছিল, তিনি বদলে গিয়েছেন। এখন দেখছি সব একই আছে।’

  • Link to this news (এই সময়)