• মা-বাবার ঝগড়ার ফাঁকে ঘর থেকে বেরিয়ে পড়ে একরত্তি, পুকুরে ডুবে মৃত্যু
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • মা-বাবার মধ্যে অশান্তি, মারধর। তার মাঝেই পুকুরে পড়ে তলিয়ে গেল চার বছরের শিশু। শনিবার মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুরে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই স্ত্রীকে মারধর করার অভিযোগে মৃত শিশুর বাবা নিরূপ গাঁতাইত ও ঠাকুমা মিনু গাঁতাইতকে আটক করেছে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ। নিরূপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এককাট্টা এলাকাবাসী।

    শুক্রবার রাতে নিরূপ স্ত্রী রুবিকে মারধর করেন বলে অভিযোগ। শনিবার সকাল থেকেও শুরু হয় অত্যাচার। সেই ফাঁকেই চার বছরের ছেলে সোমু বাড়ির অদূরে একটি পুকুরে নেমে যায়। বেশ কিছুক্ষণ পর বড় ছেলের খোঁজ না পেয়ে পাড়ার লোকজনকে ডাকাডাকি শুরু করেন রুবি। সবাই মিলে খুঁজতে নামে। এর পরে এলাকারই পুকুরে সোমুর দেহ ভেসে উঠতে দেখা যায়।

    স্থানীয় সূত্রে খবর, নিরূপ ও রুবির লাভ ম্যারেজ। বছর পাঁচেক আগে বিয়ে করেন তাঁরা। দুই ছেলে হয়। স্থানীয় সূত্রে খবর, প্রথম প্রথম সব ঠিকঠাকই ছিল। কিন্তু ২-৩ বছর ধরে নিরূপ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান এবং এর পর থেকেই স্ত্রীর গায়ে হাত তোলা শুরু হয় বলে অভিযোগ।

    এলাকাবাসী থেকে কাউন্সিলার, বারবার থানায় অভিযোগ দায়েরের কথা বললেও, ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে তা করতে রাজি হননি রুবি। এমনকী শ্বশুরবাড়ি ছেড়েও যাননি তিনি। শুধু তাই নয়, স্বামী একটি কারখানায় কাজ করলেও সন্তানদের মানুষ করার জন্য বাড়ি বাড়ি কাজ নেন তিনি।

    কাউন্সিলার ইন্দ্রজিৎ পাণিগ্রাহী বলেন, ‘নিরূপ প্রতিদিন স্ত্রীকে মারধর করে। গতকালও মেরে বাঁ হাত ফাটিয়ে দেয়। আমরা আসি, নিরূপকে বোঝাই। এত মার খাওয়ার পরেও বৌমা কোনও অভিযোগ জানায়নি। কারণ, ওর চিন্তা, ভবিষ্যৎ কী হবে।’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)