• SSC 2016: ‘টেন্টেড’ তালিকায় প্রথম নাম অবনীন্দ্রনাথ মণ্ডল, শেষ নাম জুবারিয়া জামাল, দেখে নিন ১৮০৪ জনের তালিকায় আর কারা
    এই সময় | ৩১ আগস্ট ২০২৫
  • দীর্ঘ টালবাহানার পরে অবশেষে সুপ্রিম কোর্টের চাপে অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। শনিবার, রাত ৮টা নাগাদ কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। নাম, রোল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় একেবারে প্রথমে রয়েছে অবনীন্দ্রনাথ মণ্ডলের নাম। সবার শেষে নাম রয়েছে জুবারিয়া জামালের।

    যদিও তালিকায় উল্লেখ নেই স্কুলের নাম, বিষয়ের। তবে এসএসসির বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর নতুন করে নিয়োগের পরীক্ষা রয়েছে। ৭ তারিখ নবম-দশমের পরীক্ষা, একাদশ-দ্বাদশের পরীক্ষা ১৪ তারিখ। এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা কোনও ভাবেই নতুন নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না।

    নীচের PDF-এ ক্লিক করে দেখে নিন ১ হাজার ৮০৪ জনের মধ্যে কাদের নাম রয়েছে—

  • Link to this news (এই সময়)