• 'হুগলিতে মেট্রো চালুর আবেদনও জানিয়েছি', রেল প্রতিমন্ত্রীর একাধিক অভিযোগের কড়া জবাব দিলেন রচনা...
    আজকাল | ৩১ আগস্ট ২০২৫
  • মিল্টন সেন: দিল্লিতে সংসদে গিয়ে রেলের প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা নাকি কখনও কোনও দাবি করেননি। কলকাতায় নতুন মেট্রো রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে রেল প্রতিমন্ত্রীর করা এই অভিযোগের কড়া জবাব দিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। এদিন তিনি বললেন, ‘রেলের প্রতিমন্ত্রী হয়তো জানেন না। অথবা রেল দপ্তরের সঙ্গে হয়তো তাঁর যোগাযোগ নেই। তাই হয়তো না জেনেই তিনি এইসব কথা বলে ফেলেছেন’। রচনার বক্তব্য, ইতিমধ্যেই সংসদে তিনি একাধিকবার রেলের প্রসঙ্গ তুলেছেন। রেলের নানা বিষয় নিয়ে কথা বলেছেন। চিঠি দিয়েছেন রেলমন্ত্রীকে। এছাড়াও নানা সময়ে রেলের নানা ইস্যু নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদরাও। সাংসদ রচনা ব্যানার্জির অভিযোগ, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। 

    বিভ্রান্তির সূত্রপাত গত ২২ আগস্ট। মেট্রো রেল উদ্বোধনে কলকাতায় এসে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু বলেন, ‘গোটা পার্লামেন্ট সেশনে তৃণমূল কংগ্রেসের কোনও একজন সাংসদ বা কোনও নেতা নিজের লোকসভা এলাকার জন্য অথবা রাজ্যে রেলের জন্য কোনও দাবি করেননি’। এই অভিযোগ প্রসঙ্গে শনিবার হুগলির সাংসদ রচনা ব্যানার্জি বলেন, ‘কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই। তাই জানেন না। তাই তিনি একথা বলেছেন। যার ফলে ভুল বার্তা মানুষের কাছে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে এসেছেন, তাই রাজ্যের শাসক দলকে দোষারোপ করার চেষ্টা করছেন’। রচনা এদিন জানান, তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একাধিক বার নানা বিষয় নিয়ে চিঠি দিয়েছিলেন। হুগলিতে মেট্রোরেল করার বিষয় নিয়েও রেলমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন। এছাড়াও রেলের একাধিক কাজ নিয়ে নানান সময় তিনি চিঠি দিয়েছেন।

    তাঁর সব চিঠিরই উত্তর দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রীকে দেওয়া যাবতীয় চিঠি এবং রেলমন্ত্রীর দেওয়া সেই চিঠির উত্তর তুলে ধরেন সংসদ রচনা ব্যানার্জি। তিনি বলেন, রেল দপ্তরের যারা আধিকারিক আছেন, যারা এই বিষয়গুলো দেখেন, তাদের সঙ্গে যদি রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী কথা বলে নিতেন তাহলে অন্তত বাংলায় এসে রাজ্য সম্পর্কে মানুষকে এই ধরনের ভুল বার্তা দিতেন না। রচনা আরও জানান, তিনি যেমন সংসদে তাঁর সংসদীয় এলাকা নিয়ে কথা বলেন। তেমনই রেলের বিষয় নিয়েও নানা কথা বলেন। শুধু তিনি নন, বিগত দিনে একাধিকবার তাঁর দলের অন্য সাংসদরাও রেল সম্পর্কে অনেক কিছুই সংসদে তুলেছেন। তিনি আশাবাদী, আগামী দিনে তাঁর দলের অন্যান্য সাংসদরাও সেই তথ্য সকলের সামনে তুলে ধরবেন। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। সাধারণ মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

    উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একহাত নিয়েছিলেন রচনা। তিনি বলেন, 'উনি শুধু বিনিয়োগের কথাই বলেন কিন্তু করে উঠতে পারেন না। তিনি কর্মসংস্থান দেওয়ার কথা বলেন। কিন্তু দিয়ে উঠতে পারেন না। তাঁরা পার্লামেন্টেও চেঁচামেচি করেন। বাংলায় এসে সভা করেও চেঁচামেচি করেন। কিন্তু ফল পান না। ইসবার ৪০০ পার, ইসবার ২০০ পার, ৫০ পার ভি নেহি হো রাহে। তাঁরা শুধু চেঁচাতেই থাকেন। আর আমরা শুধু জিততেই থাকি। চলতেই থাকি। মানুষ কথা বলার জন্য ডায়লগ খুঁজে বেড়ান। তাঁরা ডায়লগ বলতে ভালবাসেন। আমরা কাজ করে দেখাতে পছন্দ করি।' 

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)