ফের ধসে ভোগান্তি, সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে
আজ তক | ৩১ আগস্ট ২০২৫
NH-10 Landslide Road Closed 2025: দুর্ভোগ ফিরল ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার ভোর রাতে ফের বড় ধরনের ধসের কবলে পড়ল সিকিম-বাংলা সংযোগকারী এই রাস্তা। কালিঝোরা ও সেবকের মাঝামাঝি এলাকায় পাহাড়ি ঢালে ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে জাতীয় সড়কটির ওপর সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় পড়া বিশাল আকারের পাথর ও মাটির কারণে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছু সময় লাগবে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।