সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্য চাকরিপ্রাপক শিক্ষকদের তালিকা প্রকাশ করল এসএসসি
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার নির্দেশ দিয়েছিল, সাতদিনের মধ্যে প্রকাশ করতে হবে অযোগ্য শিক্ষকদের তালিকা। সেই ডেটলাইন পার হওয়ার বেশ কয়েকদিন আগে শনিবারই সেই তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এদিন রাত ৮টা নাগাদ কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৮০৪ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নাম ও রোল নম্বর প্রকাশ এই পেয়েছে তালিকায়। তবে স্কুল বা বিষয়ের নামের কোনও উল্লেখ নেই। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, শনিবার দুপুর ৩টে নাগাদ ‘দাগি’দের তালিকা প্রকাশ করবে কমিশন। কিন্তু দীর্ঘ বৈঠক এবং আইনি পরামর্শের পরে সন্ধ্যায় সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি। এরফলে তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনও ভাবেই নতুন নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না।