সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এসএসসির ‘দাগি অযোগ্য’দের তালিকা
দৈনিক স্টেটসম্যান | ৩১ আগস্ট ২০২৫
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে শনিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হল ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের প্রথম তালিকা। মোট ১৮০৪ জনের নাম রয়েছে এই তালিকায়, যাঁরা এবার থেকে আর কোনও সরকারি নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন না।
প্রসঙ্গত, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর দু’দফায় শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। সেজন্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সাত দিনের মধ্যেই অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘দাগি (টেন্টেড) অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি। তার পরেও কেন তালিকা প্রকাশ হল না?’ অবশেষে কমিশন সেই নির্দেশ মেনেই এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।
শুক্রবারের শুনানিতে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৬ সালের এসএসসি প্যানেলের দাগি ১৯০০ জনের নামের তালিকা প্রকাশ করে দেবে কমিশন। যদিও এদিনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে ১৮০৪ জনের।
তবে প্রতিবাদের সুরও শোনা গিয়েছে এই তালিকা প্রকাশের পর। যোগ্য প্রার্থীদের প্রতিনিধি সুমন বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই তালিকা আগে প্রকাশ করলে এত করুণ অবস্থার মধ্যে আমাদের পড়তে হত না। এত দিন আমাদের জীবন্ত লাশের মতো ঘুরতে হয়েছে। আমরা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।’ অন্যদিকে, এই তালিকাকে ‘ভোগাস’ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এই তালিকা সম্পূর্ণ ভোগাস। মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাকে কন্টিনিউ করতে চায়।’