• স্ত্রীর ‘আত্মা’র শান্তি কামনা করে হোয়াটসঅ্যাপ স্টেটাস! তিনদিন পর খুন, গ্রেপ্তার স্বামী
    প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী জীবিত। কিন্তু হোয়াটসঅ্যাপে তাঁর মৃত্যুর সংবাদ দিয়ে স্টেটাস। সেখানে তাঁর আত্মার শান্তি কামনা স্বামীর। এই ঘটনার তিনদিন পরই স্ত্রীকে খুন যুবকের। স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে।

    অভিযুক্ত যুবকের নাম বিজয় রাঠোর। ১৪ বছরের দাম্পত্য জীবন তাঁর। রয়েছে দুই সন্তানও। কিন্তু কিছুদিন আগে থেকে স্ত্রী বিদ্যার উপরে সন্দেহ শুরু হয় ট্রাক চালক বিজয়ের। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ শুরু করে তিনি। তা নিয়ে ঝগড়া শুরু হয় তাঁদের। রাগারাগি করে বাপের বাড়ি চলে যান বিদ্যা।

    বৃহস্পতিবার স্ত্রীর কাছে যান বিজয়। সেখানে কথা বলতে, বলতে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। তারপরই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর বুক,পেট, পিঠে আঘাত করতে থাকেন বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারে বাকিরা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিদ্যাকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    এরপরই সেই রাতেই বিজয়, তাঁর মা ও ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, জানিয়েছেন বিদ্যার বাবা দিগম্বর যাদব। তাঁর অভিযোগ, বিদ্যার শ্বশুরবাড়ি থেকে পণের জন্যও চাপ দেওয়া হত। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)