সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে ১৩ বছরের কিশোরীকে প্রতারণা। হেনস্থার পাশাপাশি ভয় দেখিয়ে টাকা-গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেপ্তার যুবক। কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
কিশোরীর বাবার অভিযোগ থেকে জানা গিয়েছে, আরিয়ান নামের অভিযুক্ত যুবক ইনস্টাগ্রামে ওই কিশোরীর সঙ্গে বন্ধুত্ব করে। তারপরই শুরু হয় তার অপরিণত মানসিকতার সুযোগ নেওয়া। নাবালিকার বাবা অভিযোগ করেছেন, আরিয়ান ওই নাবালিকার কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করেছে। কখনও ৪৫,০০০ টাকা, কখনও ৫০,০০০ টাকা, বিভিন্ন সময়ে দাবি করত সে। ব্লক করার পরেও অভিযুক্ত ভুয়ো ইনস্টাগ্রাম আইডি তৈরি করে। সেখান থেকে ওই কিশোরীর সঙ্গে ফের যোগাযোগ করে। এরপরে কিশোরী তার দিদিকে সম্পূর্ণ ঘটনাটি জানায়।
তাতেও থামেনি আরিয়ান। প্রতারিত তরুণীকে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়। জানা গিয়েছে, দাবি পূরণ না হলে কিশোরীর বাবা-মা এবং ভাইকে হত্যা করার হুমকিও দেয় আরিয়ান। শুক্রবার, ওই কিশোরীর কাছে বাইক কেনার জন্য ৫০০০০ হাজার টাকা অথবা গয়নার দাবি জানায় অভিযুক্ত যুবক। কিশোরী তাঁকে কোনও কিছুই দিতে অস্বীকার করায় বাড়িতে এসে ভয় দেখানোর চেষ্টা করে ওই যুবক। এই সময়েই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয় প্রতারিত কিশোরীর পরিবার।
নাকা হিন্ডোলা থানার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত আরিয়ান সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে ছোটদের সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। আবেদনকারীর দাবি ছিল সোশাল মিডিয়ায় অত্যধিক ব্যবহার কম বয়সীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ১৩ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। যদিও, একে নীতিগত বিষয় বলে উল্লেখ করে এতে হস্তক্ষেপে করতে অস্বীকার করে আদালত।