হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, ধৃত মুর্শিদাবাদের যুবক
প্রতিদিন | ৩১ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল হাওড়া স্টেশনে। গ্রেপ্তার করা হল এক যুবককে। ঘটনাটি শুক্রবারের। হাওড়া স্টেশনে আরও নজরদারি বাড়ানো হবে বলে খবর।
হাওড়া স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। লোকাল-সহ দূরপাল্লার বহু ট্রেন এই স্টেশন থেকে চলাচলা করে। নিরাপত্তার কড়াকড়িও থাকে স্টেশন চত্বর ও বাইরের আশপাশে। সামনেই দুর্গাপুজো। ফলে উৎসব উপলক্ষ্যে আরও নিরাপত্তার কড়াকড়ি দেখা যাবে বলে খবর। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, শুক্রবার গোপন সূত্রে খবর এসেছিল। এরপরেই আরও সতর্ক হয়ে যান রেল পুলিশ। হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স এলাকায় একটি গোপন নজরদারি চলছিল। সেসময় এক যুবককে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে যেতে দেখা যায়। তাঁকে দেখে পুলিশ আধিকারিকদের সন্দেহ হয়।
ওই যুবককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু কথায় অসঙ্গতি দেখা দিলে সন্দেহ বাড়ে। তাঁর সঙ্গে থাকা ব্যাগগুলি তল্লাশি করতেই হতবাক হন তদন্তকারীরা। দেখা যায়, ব্যাগগুলির মধ্যে থরে থরে সাজানো আছে গাজা। এরপরেই বমাল গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের নাম মশিবুল শেখ। বাড়ি মুর্শিদাবাদ জেলায়। উদ্ধার হওয়া ওই গাঁজার পরিমাণ মোট ৫৮.৫ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ ৭০ হাজার টাকা। ট্রেনে করে কি ওই গাঁজা পাচার করা হচ্ছিল? নাকি মুর্শিদাবাদ থেকে ওই গাঁজা নিয়ে আসা হয়েছে? এই মাদক পাচারচক্রে আর কারা জড়িত? এই যুবক কি ক্যারিয়ারের ভূমিকা পালন করে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই মাদক? সেসব প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা ধৃতকে জেরা করে উত্তর পেতে চাইছেন।