• ‘যে দিন এখান থেকে বিদায় নেব...’, উত্তরপাড়ায় ‘পাড়ায় সমাধানে’ কাঞ্চন, কী জবাব অভিযোগের?
    আনন্দবাজার | ৩০ আগস্ট ২০২৫
  • দলের নেতা থেকে কাউন্সিলরদের একাংশ তাঁর উপর ক্ষুব্ধ। বিরোধীরা কটাক্ষ করেন, বিধায়ককে তাঁর বিধানসভায় দেখা আর ডুমুর ফুল দেখার সমান। অবশেষে ‘দেখা দিলেন’ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। শনিবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি থেকে কাঞ্চন-বার্তা, ‘‘এই যে আমি, সশরীরে এখানে আছি।’’ অভিনেতা-বিধায়কের দাবি, তাঁকে উত্তরপাড়ায় ‘দেখা যায় না’— এমন ভাষ্য কেউ বা কারা প্রচার করতে চাইছেন। তবে আখেরে লাভ হবে না।

    গত ২০ অগস্ট ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কেমন চলছে দেখতে উত্তরপাড়ার গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সে দিন তাঁর সামনেই তৃণমূলের অনেকে বিধায়ক কাঞ্চনের বিরুদ্ধে অনুযোগ করেন। এক কাউন্সিলর বলেন, ‘‘ওঁকে (কাঞ্চন) শুধু মোবাইলে দেখি। দেখি কখনও নাচছেন, কখনও হামাগুড়ি দিচ্ছেন।’’ শনিবার উত্তরপাড়া থেকে কাঞ্চনের মন্তব্য, ‘‘হাতের পাঁচটা আঙুল তো সমান নয়। যাঁরা বলছেন, আমাকে দেখা যায় না, তাঁদের অনুষ্ঠানেই আমি এসেছি। সেই ছবি গোল গোল দাগ করে দেখিয়ে দিয়ে বলব, এই যে আমি।’’ উত্তরপাড়ার ২০ নম্বর ওয়ার্ডে ‘পাড়ায় সমাধান’ করতে গিয়ে তৃণমূল বিধায়কের সংযোজন, ‘‘যে দিন উত্তরপাড়া থেকে বিদায় নেব, সে দিন বিদায় সম্ভাষণে উত্তরপাড়ার মানুষের সম্পর্কে অভিজ্ঞতা বলে দিয়ে যাব।’’ তাঁর নামে তো অভিযোগ বিস্তর। ২০২৬ সালের বিধানসভা ভোটের ময়দানে কি আবার দেখা যাবে তাঁকে? কাঞ্চনের জবাব, ‘জানি না।’ তাঁর সংযোজন, ‘‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমি এসেছিলাম (ভোটের ময়দানে)। তাঁর আহ্বান এলে চলেও যাব।’’

    শনিবার কাঞ্চন প্রসঙ্গে উত্তরপাড়া তৃণমূল নেতৃত্বের কারও বিরূপ প্রতিক্রিয়া মেলেনি। তবে সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামীর খোঁচা, ‘‘অবশেষে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে বিধায়ককে দেখা গেল। এই শিবিরের মাধ্যমে বিধায়ককে খুঁজে না-পাওয়ার যে সমস্যা, তার সমাধান হবে কি না জানি না।’’ আভাসের সুরে গলা মিলিয়ে বিরোধী নেতাদের অভিযোগ, উত্তরপাড়ার মানুষের সমস্যা সমাধানে গত চার বছরে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল। বৃষ্টিতে জল জমার সমস্যা দীর্ঘ দিনের। কাঁঠালবাগান এলাকায় একটা ‘আন্ডারপাস’ বা ‘ওভারব্রিজ়’-এর দাবি নিয়ে কোনও উচ্চবাচ্যই নাকি কাঞ্চন করেননি।
  • Link to this news (আনন্দবাজার)