টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউনের উদ্যোগে তিন দিন ধরে অনুষ্ঠিত হল ‘আইসিডিএআই-২০২৫’
আনন্দবাজার | ৩০ আগস্ট ২০২৫
প্রথম দু’বছরের সাফল্যের পর ‘ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইট্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘আইসিডিএআই-২০২৫’ অনুষ্ঠিত হল টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন ক্যাম্পাসে। ২৮ থেকে ৩০ অগস্ট পর্যন্ত তিন দিন ধরে এই সম্মেলন চলেছে। গত বছরের মতো এ বারের সম্মেলনেও উপস্থিত ছিলেন দেশবিদেশের প্রযুক্তিবিদ্যার বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং শিল্পপতিরা। তিন দিনের এই সম্মেলনে ডেটা অ্যানালিটিক্সে প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবন সংক্রান্ত নিজেদের গবেষণাপত্রগুলি উপস্থাপন করেছেন অংশগ্রহণকারীরা। এর মধ্যে শীর্ষ বাছাই করা গবেষণাপত্রগুলি ‘স্প্রিঙ্গার নেচার এলএনএনএস’-এ বই সিরিজ় আকারে প্রকাশিত হবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গবেষণাপত্র জমা পড়েছিল। এর মধ্যে থেকে বাছাই করা গবেষণাপত্রগুলি সম্মেলনে উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। প্রাক-সম্মেলন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় ২৮ অগস্ট, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন ক্যাম্পাসে (টিআইএনটি)। ২৯ অগস্ট উদ্বোধনী অনুষ্ঠানটি হয় ম্যারিয়টের ফেয়ারফিল্ডে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জয়দীপ মুখোপাধ্যায়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর তথা পদ্মশ্রীপ্রাপক অধ্যাপক বিমল কুমার রায়, সিডিএসির সিনিয়র ডিরেক্টর এএস মূর্তি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র উপাচার্য তাপস চক্রবর্তী, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী প্রমুখ। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সংক্ষিপ্ত বক্তৃতাও করেছেন তাঁরা। পর পর বেশ কয়েকটি সেশনে গবেষণাপত্র উপস্থাপন চলে। ৩০ অগস্ট উপস্থিত সকলকে শংসাপত্র প্রদানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। সেরা গবেষণাপত্রের জন্য পুরষ্কারও প্রদান করা হয়।
এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল ডেটা সায়েন্সের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমকে উৎসাহিত করা। শুধু তা-ই নয়, ভারতে এবং বিদেশে কর্মরত গবেষক, প্রযুক্তিবিদ এবং পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক তথ্য আদানপ্রদানকে উৎসাহিত করাও ছিল এই সম্মেলনের লক্ষ্য।