শতাধিক অনুপ্রবেশের মাস্টারমাইন্ড, কাশ্মীরে জঙ্গিদের ‘হিউম্যান জিপিএস’ বাগু খান খতম
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
শ্রীনগর: ভারতে ১০০ জনেরও বেশি জঙ্গি অনুপ্রবেশের মাস্টারমাইন্ড বাগু খান খতম। জঙ্গিদের কাছে সে ছিল ‘হিউম্যান জিপিএস’। অবশেষে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গুরেজ উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ এই ষড়যন্ত্রী। জানা যাচ্ছে, নৌসেরার নার এলাকা থেকে আরও একবার পাক জঙ্গিকে নিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল বাগু। এবার আগাম খভর ছিঢ় বাহিনীর কাছে। সেইমতোই বাগুর জন্য জাল বিছিয়ে রেখেছিলেন জওয়ানরা। প্রথমে দু’পক্ষের গুলির লড়াই। তারপই বাহিনীর অপারেশনে খতম ওয়ান্টেড বাগু খান সহ আরও এক জঙ্গি। দু’জনের কাছেই বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিল বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, ১৯৯৫ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে বাগু ওরফে সমন্দর চাচা। জয়েশ, হিজবুল থেকে শুরু করে প্রায় সব জঙ্গি সংগঠনের সঙ্গেই তার নিবিড় যোগাযোগ ছিল। একইসঙ্গে উপত্যকার নানা এলাকা সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকায় কোন এলাকা থেকে অনুপ্রবেশ সম্ভব সেটা সে জানত। সেইমতোই জঙ্গিদের আগে থেকে সে খবর দিয়ে দিত। একশোরও বেশি অনুপ্রবেশকারীকে সহায়তা করেছিল বাগু। আগে তার খোঁজ পেলেও নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। অবশেষে তাকে নিকেশ করল বাহিনী।