বিশেষ সংবাদদাতা, আইজল: মাঝরাস্তায় কথা কাটাকাটিতে চলল গুলি। শুক্রবার রাতে এই ঘটনা আইজল শহরের বাওংকাউনে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আইজলের ব্যস্ততম সড়ক বাওংকাউনে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি চলছিল। এরপরই রোচিংপুইয়া (৪৪) নামে এক ব্যক্তি তার গাড়ি থেকে পিস্তল বের করে লালহরিয়াত্রেঙ্গা সিয়াকেংকে (২১) গুলি করে। গুলি লাগে বুকে। স্থানীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়। রাতে অস্ত্রোপচার করে গুলি বের করা হলেও, তিনি আশঙ্কাজনক। অভিযুক্ত রোচিংপুইয়াকে গ্রেপ্তার করেছে মিজোরাম পুলিস। গতবছরও মাদক পাচারের অভিযোগে ধরা পড়েছিল সে। উদ্ধার হয় ১২ হাজার ইয়াবা ট্যাবলেট।