রিল করতে বাধা, স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রীর
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
গাজিয়াবাদ: ইনস্টাগ্রামে রিলের নেশা স্ত্রীর। প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা মহিলার! ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, শিশু কোলে থাকা এক ব্যক্তিকে বারবার কোপ মারবার চেষ্টা করছেন এক মহিলা। সেসময় অন্য একটি কিশোরী তাঁকে নিরস্ত করে। ইতিমধ্যেই ওই মহিলার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম আনিস। ২০০৯ সালে অভিযুক্ত ইশরাতকে বিয়ে করে সে। ২০২৪ সালে ইনস্টাগ্রাম ডাউনলোড করে ইশরাত। তারপরে ক্রমশই রিলের নেশায় আক্রান্ত হয়ে পড়ে। প্রতিদিনের ঘটনা ভ্লগ আকারে আপলোড করতে থাকে সে। ইশাকের অভিযোগ, পারিবারিক অশান্তি থেকে যাবতীয় ব্যক্তিগত তথ্য সমাজমাধ্যমে আপলোড করত ইশরাত। এমনকি সমাজমাধ্যমে জনপ্রিয় হতে গ্যাসের সিলিন্ডারের পাইপলাইন খুলে ফেলা, গায়ে গ্যাসোলিন ঢেলে দেওয়ার মতো বিপজ্জনক স্টান্ট পোস্ট করত সে। এমনকি একাধিক অপরিচিত পুরুষের সঙ্গেও সে ভিডিও করত। আনিস তার প্রতিবাদ করাতেই ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করে ইসরাত।