তিরুবনন্তপুরম: ব্যাঙ্কের ক্যান্টিনে নিষিদ্ধ গোরুর মাংস। এমনই নির্দেশিকা জারি করেছিলেন রিজিওনাল ম্যানেজার। আর তাতেই গর্জে উঠলেন কর্মীরা। বৃহস্পতিবার কেরলের কোচির ওই সরকারি ব্যাঙ্কের সামনে ‘বিফ পার্টি’র আয়োজন করা হল। আর সেখানে কবজি ডুবিয়ে গোরুর মাংস আর পরোটা খেলেন সকলে। এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিধায়ক কে টি জলিলও। তাঁর স্পষ্ট বক্তব্য, এভাবে স্বাধীনতায় হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। কেরলের লাল মাটিতে সঙ্ঘ পরিবারের এজেন্ডা চাপানো যাবে না।
সম্প্রতি বিহার থেকে বদলি হয়ে এসেছেন এই রিজিওনাল ম্যানেজার। নাম অশ্বিনী কুমার। এক ব্যাঙ্ককর্মীর অভিযোগ, এখানে কাজে যোগ দেওয়ার পর থেকেই পর থেকেই কর্মীদের উপর মানসিক চাপ দিতে শুরু করেন তিনি। কথায় কথায় হেনস্তাও করছেন। এরইমাঝে ক্যান্টিনে গোরুর মাংস খাওয়ায় বাধা দেন তিনি। এরপরই বৃহস্পতিবার ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ফেডারেশন নেতৃত্বের কথায়, খাবার ব্যক্তিগত পছন্দের বিষয়। এভাবে কারও খাওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এদিনের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন কেরলের রাজনৈতিক নেতারাও। প্রসঙ্গত, ২০১৭ সালেও গো মাংস নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে ওঠে কেরল।