• মাওবাদীদের হাতে খুন শিক্ষাদূত
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • বিজাপুর: পুলিসের চর সন্দেহে মাওবাদীদের হাতে খুন ছত্তিশগড়ের শিক্ষাদূত। নিহত কাল্লু তাতি, বিজাপুরের তোদকা গ্রামের বাসিন্দা। স্থানীয় সরকারি স্কুলে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করতেন। তাঁর মতো আরও অনেককে অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করেছে ছত্তিশগড় সরকার। এঁরাই শিক্ষাদূত। শুক্রবার বিকেলে বাড়ি ফেরার সময় কাল্লুকে অপহরণ করে মাওবাদীরা। পরে গ্রামের প্রান্তে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলেই দাবি পুলিসের।

    বিভিন্ন স্কুল ঘুরে পঠনপাঠনের মান দেখা শিক্ষাদূতদের কাজ। এতেই যত বিপত্তি। যেহেতু একজায়গায় স্থায়ীভাবে কেউ থাকছে না, তাই মাওবাদীরা এঁদের সন্দেহের নজরে দেখে বলে অনুমান পুলিসের। আর সেই সন্দেহের বশেই খুন। এই নিয়ে আটজন শিক্ষাদূত খুন হলেন ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে। বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিস সুন্দররাজ পি। তবে এই ঘটনায় বস্তারের বাসিন্দারা বেশ আতঙ্কে রয়েছেন। 
  • Link to this news (বর্তমান)