• আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্পেশাল ট্রেন
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর এবং উত্তরাখণ্ডকে মাথায় রেখে রেলকে হাই অ্যালার্ট থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এই ব্যাপারে নিয়মিত যোগাযোগ থাকতে হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আটকে থাকা সাধারণ যাত্রীদের বের করে আনতে চালাতে হবে স্পেশাল ট্রেন। প্রয়োজনে স্বল্প দূরত্বে স্পেশাল ট্রেন চালিয়ে অন্তত প্রাকৃতি বিপর্যয় বিধ্বস্ত এলাকা থেকে বের করে আনতে হবে সাধারণ রেল যাত্রীদের। 

    নর্দার্ন রেলের পক্ষ থেকে ৩০ আগস্টের যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে ও একটি শর্ট টার্মিনেট করা হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, কলকাতা টার্মিনাল-জম্মু তাওয়াই এক্সপ্রেস, নিউদিল্লি-শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস, নিউদিল্লি-জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একটি ট্রেনকে ‘শর্ট টার্মিনেট’ ও দু’টো ট্রেনকে ‘শর্ট অরিজিনেট’ করাতে হয়েছে। ২৯ আগস্ট ৪৭টি ট্রেন বাতিল করতে হয়েছিল। একের পর এক ট্রেন বাতিলের জেরে স্বাভাবিক কারণেই আটকে পড়া যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তা মাথায় রেখেই মূলত স্পেশাল ট্রেন চালানোর উপর জোর দিচ্ছে রেলমন্ত্রক। এদিন নর্দার্ন রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। একটি জম্মু-ইন্দোর স্পেশাল ট্রেন। অন্যটি জম্মু-ছাপড়া স্পেশাল ট্রেন।
  • Link to this news (বর্তমান)