যমুনা ও স্থায়ী জলাশয়ে প্রতিমা বিসর্জন নয়, নির্দেশ দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি গণেশ উৎসব এবং বিশেষত আসন্ন দুর্গাপুজোকে মাথায় রেখে প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশিকা জারি করল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি)। বলা হয়েছে, এই বছরও যমুনা নদী সহ কোনও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। শুধুমাত্র স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে যেসব জলাশয় তৈরি করে দেওয়া হবে, সেখানেই প্রতিমা বিসর্জন করতে হবে। যমুনা নদীতে পুজোর ফুল, মালাসহ অন্যান্য সামগ্রী ফেলা যাবে না। নিয়মের লঙ্ঘন হলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে অভিযুক্ত পুজো কমিটিকে। এরই পাশাপাশি দুর্গা প্রতিমা শিল্পীদের উদ্দেশেও নির্দেশিকায় বলা হয়েছে, দূষণ সৃষ্টিকারী কোনও উপাদান দিয়ে মূর্তি তৈরি করা যাবে না। যাবতীয় উপাদান হবে পরিবেশবান্ধব।
এক্ষেত্রে প্লাস্টার-অব-প্যারিসের ব্যবহারও যথাসম্ভব কম করার কথা বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, প্লাস্টার-অব-প্যারিসের প্রতিমা যেন কোনও জলাশয়ে বিসর্জন দেওয়া না হয়। এই ব্যাপারে বিভিন্ন সংস্থার উদ্দেশে বলা হয়েছে, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসজুড়ে এহেন অ্যাকশন টেকেন রিপোর্ট প্রতি সপ্তাহে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির কাছে পাঠাতে হবে। পূর্বাঞ্চল বঙ্গীয় সমিতির সাধারণ সম্পাদক মৃণালকান্তি বিশ্বাস বলেন, আমরা ইতিমধ্যেই জেলাশাসকের কার্যালয়ে চিঠি দিয়েছি। আগামী সপ্তাহে আমাদের সঙ্গে বৈঠকও হবে। বিসর্জনের জন্য পূর্ব দিল্লিতে দু’টো স্থায়ী জলাশয় চেয়ে আলাদাভাবে প্রশাসনিক স্তরে আবেদন জানানো হয়েছে। ২০১৮ সালে শেষবার যমুনা নদীতে প্রতিমা বিসর্জন হয়েছে।