এক সপ্তাহেই ব্লক, টাউন সভাপতি বদলের সম্ভাবনা, জানালেন তৃণমূল জেলা সভাপতি
বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: গত মঙ্গলবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বৈঠক হয় জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে। সেখানে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের ব্লক ও টাউন সভাপতি রদবদলের জন্য তালিকা জমা দিয়েছে জেলা নেতৃত্ব। সপ্তাহখানেকের মধ্যে সেই বদল হতে পারে বলে জানালেন দলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত মূল ও শাখা সংগঠনের সভাপতি, চেয়ারম্যান ও বিধায়করা ব্লক এবং টাউন সভাপতিদের নামের তালিকা রাজ্য নেতৃত্বের কাছে জমা করেন। গত বিধানসভা নির্বাচনের নিরিখে লোকসভায় যেসব এলাকায় দলের খারাপ ফল হয়েছে, সেখানকার নেতৃত্বে বদল প্রায় নিশ্চিত। গত লোকসভা নির্বাচনের নিরিখে জেলার তিনটি পুরসভা এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল। নেতৃত্ব টাউন সভাপতি হিসেবে যাঁদের নাম সুপারিশ করেছে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি, জেলা তৃণমূল সভাপতি ও চেয়ারম্যান পদে পদাধিকারীরা বহাল থাকলেও কোর কমিটি গঠন করা হয়নি। সেই কমিটি গড়ার জন্যও জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের কাছে নামের তালিকা জমা করেছেন।
রাজনৈতিক মহল মনে করছে, লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে জেলায় দলের পারফরমেন্সের উপর বিশেষ নজর দিচ্ছে রাজ্য নেতৃত্ব। জেলার দল কোন অবস্থায় রয়েছে, তার গ্রাউন্ড রিপোর্ট নেওয়া হয়েছে রাজ্য থেকে। ফলে, কারা ব্লক ও টাউনের দায়িত্ব পাবেন, সেটা রাজ্যই ঠিক করে দেবে। বেশি সংখ্যায় জেলায় রাজনৈতিক কর্মসূচি করার নির্দেশও দিয়েছে রাজ্য নেতৃত্ব। সুভাষ বলেন, বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য। জেলার পদাধিকারীরা ব্লক ও টাউন সভাপতি পদের জন্য যে তালিকা দিয়েছেন, সেবিষয়ে আলোচনা হয়। যেসব এলাকায় দলের খারাপ ফল হয়েছে, সেখানে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ পেয়েছি। এক সপ্তাহের মধ্যে ব্লক ও টাউন সভাপতি পদে রদবদল হতে পারে।
জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার বলেন, যুব সংগঠনের ব্লক ও টাউন পর্যায় ধরে ধরে সাংগঠনিক আলোচনা হয়েছে। রাজ্য যেমন জানতে চেয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি।