• পুরাতন মালদহে প্রায় পাঁচ কোটিতে একাধিক প্রকল্পের কাজ পুরসভার
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রায় পাঁচ কোটি টাকায় একাধিক উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত পুরাতন মালদহ পুরসভা। ২০টি ওয়ার্ডে রাস্তা, নিকাশিনালা, শৌচাগার, বাউন্ডারি ওয়াল সহ একাধিক কাজ শুরু হতে চলেছে। শুধু তাই নয়, দুর্গাপুজোর আগে দর্শনার্থীদের কথা মাথায় রেখে শহরের মহানন্দাঘাটমুখী এবং সদর এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি বলেন, পাঁচ কোটি টাকার উন্নয়নমূলক কাজের জন্য বোর্ড অফ কাউন্সিল মিটিংয়ে আলোচনা হয়েছে। পুজোর আগে টেন্ডার হয়ে যাবে। মানুষের সুবিধার কথা মাথায় রেখে পুজোর আগে বেশকিছু রাস্তা সংস্কার করার চেষ্টা করব। পুরসভা এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ২০টি ওয়ার্ডে একাংশ রাস্তা সহ বেশকিছু সমস্যা রয়েছে। ভুক্তভোগী বাসিন্দারা আগে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে সমস্যার বিষয়গুলি জানিয়েছিলেন। এবার পঞ্চদশ অর্থ কমিশন, উন্নয়নমূলক ফান্ড থেকে কাজগুলি হবে। সব ওয়ার্ড মিলিয়ে প্রায় ৫০টির বেশি নতুন পাকা রাস্তা,  ৪২টি নিকাশিনালা, পুর স্বাস্থ্যকেন্দ্র সংস্কার, একাধিক মাঠে চারটির বেশি শৌচালয়, শহরের জনবহুল মাঠে বাউন্ডারি ওয়াল, পেভার ব্লক নির্মাণ হবে।

    পুরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা এবং শ্যাম মণ্ডল বলেন, আমাদের ওয়ার্ডে কয়েকশো মিটার রাস্তা এবং নিকাশিনালা করা হবে। বাচামারি কলোনি, হালদারপাড়া চড়কমাঠ রামচন্দ্রপুর এলাকায় শৌচালয় ছিল না। সেখানে বিকেল হলে অনেকে খেলাধুলো করেন। তাছাড়া, পুজোর সময় প্রচুর দর্শনার্থী আসেন। তাঁদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করবে পুরসভা। 

    মহানন্দা নদীর দু’টি ঘাটে সিঁড়ি না থাকায় নামা যায় না। সেই কাজ করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলার।
  • Link to this news (বর্তমান)