• কোচবিহারে সাই ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সের জন্য বরাদ্দ মাত্র ২৯ কোটি! কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেলের জমিতে ‘সাই ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্স’-এর কাজের সূচনা কয়েক বছর আগে হয়েছে। কিন্তু সেখানে সীমানা পাঁচিল দেওয়া ছাড়া আর কিছুই হয়নি। যার জন্য চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ওই নির্মাণের জন্য ২৯ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এই বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। বলা হচ্ছে, আড়াইশো কোটির প্রকল্পে যদি এতদিনে মাত্র ২৯ কোটি অনুমোদন হয়, তাহলে বাকি কাজ কী করে হবে। নির্বাচন আসতেই বিজেপি কোচবিহারের মানুষকে এসব ললিপপ দেখায়। 

    বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, নিউ কোচবিহারে সাই ন্যাশনাল সেন্টার অব এক্সেলেন্সের কাজের জন্য ২৯ কোটি টাকার অনুমোদন হয়েছে। মানুষের প্রশ্ন, তৃণমূলের দ্বিচারিতা, অপ্রচারের বিরুদ্ধে এই উত্তর। 

    সঞ্জয় জানান, দলের রাজ্য সভাপতি রাজ্যসভায় এই প্রশ্নগুলি তুলেছিলেন। এবার তারই উত্তর এসেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলকে আগেই পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা দেওয়া হয়েছিল। তার কাজও হয়েছে। বিদ্যুতের লাইন সরানোর কাজে রাজ্য অসহযোগিতা করছে। রাজ্য সরকার বিদ্যুতের তার সরিয়ে দিলেই প্রকল্পের বাস্তবায়ন দেখতে পাবেন তৃণমূল নেতারা। এই কাজের জন্য আড়াইশো নয়, তখন দু’শো কোটির কথা বলা হয়েছিল। 

    তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের কথায়, বলা হয়েছিল ওই প্রকল্প গড়তে আড়াইশো কোটি টাকা খরচ করা হবে। আর কোথায় ২৯ কোটি। এটা তো পর্বতের মুষিক প্রসবের মতো হল। এসব নির্বাচনের আগে ললিপপ। 

    রাজ্যসভায় শমীকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, সাই ওই কাজের পরিকাঠামো উন্নয়নের জন্য ২৯ কোটি টাকার অনুমোদন দিয়েছে। আট লেনের সিন্থেটিক ট্র্যাক বানাতে ১২ কোটির বেশি টাকা বরাদ্দ ধরা হয়েছে। একইভাবে সিন্থেটিক ফুটবল টার্ফের জন্য সাত কোটি, সাব স্টেশন নির্মাণ ও পাম্প রুমের জন্য আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)