নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অভিযোগ উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিভিন্ন এলাকায়। কোথাও মারধরের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। আবার কোথাও রাস্তায় আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার ও আইনভঙ্গে দোষীর তালিকায় থাকছে সিভিকদের নাম। এবারে চা পাতা চুরির ঘটনায় সরাসরি যুক্ত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হল এক সিভিক ভলান্টিয়ার। তার এক সঙ্গীকেও গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিস। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোরামোড় এলাকায়।
পুলিস জানিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম উত্তম বর্মন। সে নিউ জলপাইগুড়ি ট্রাফিকে কর্মরত ছিল। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বের হওয়ার সময় ধীরগতি হলে সেই সুযোগে ট্রাক থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত দুই যুবক। পরে সেই বস্তাগুলি অন্যত্র বিক্রি করা হতো। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার। যদিও কোনও রেয়াত করেনি নিউ জলপাইগুড়ি থানার পুলিস। দু’জনকেই তারা চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, ওই এলাকাতে দীর্ঘদিন ধরে একই ভাবে প্রচুর ট্রাক থেকে চা পাতার বস্তা ছাড়াও আরও অনেক ধরনের সামগ্রী চুরি করেছে এই দুই অভিযুক্ত। এলাকাতে বেশ দাপটও ছিল তাদের। কেউ কিছু বলতে গেলেই পুলিসে কর্মরত বলে ভয় দেখাত অভিযুক্ত। পুলিস অভিযুক্তদের জেরা করে চুরি করা সামগ্রী কোথায় কোথায় বিক্রি করা হতো তা জানতে তদন্ত শুরু করেছে। এছাড়াও তাদের আর কোনও সঙ্গী ছিল কি না তাও জানার জন্য তদন্ত করছে। এই প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি রাকেশ সিং বলেন, আমরা দু’জনকে গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।