• পাড়ায় সমাধানে নিকাশি নিয়ে আধিকারিকদের সামনেই ক্ষোভ
    বর্তমান | ৩১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাড়ায় সমাধান শিবিরে নিকাশি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সামনেই ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। শনিবার জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি হাইস্কুলে অনুষ্ঠিত ওই শিবিরে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ প্রশাসনের আধিকারিকদের সামনে নিকাশি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন হরিজনবস্তির বাসিন্দারা।

    এলাকার বাসিন্দা তথা জলপাইগুড়ি সাফাই কর্মচারি একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, আমাদের লোকজন গোটা শহরের বর্জ্য সাফাইয়ের কাজ করছেন। অথচ আমাদের নোংরা পরিবেশে বাস করতে হচ্ছে। আমাদের এলাকায় নিকাশির হাল অত্যন্ত খারাপ। এতে এলাকার বাসিন্দাদের গড় আয়ু কমে যাচ্ছে।

    এদিন পাড়ায় সমাধান শিবিরে প্রতাপ অভিযোগ করেন, নতুন ড্রেন তৈরি হবে বলে বছর পাঁচেক আগে পাকা ড্রেনের ইট খুলে নিয়ে চলে যাওয়া হয়েছিল। সেই ড্রেন এখনও পাইনি আমরা। ড্রেন দিয়ে নোংরা জল সরে না। মশামাছির সঙ্গে বাস করতে হচ্ছে। এতে রোগব্যাধি বাড়ছে।  

    জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, এলাকার মানুষের মতামত নিয়ে এদিন পাড়ায় সমাধান শিবিরে কাজের প্রস্তাব জমা পড়েছে। একটি বুথে দশ লক্ষ টাকা পর্যন্ত কাজ করা যাবে। এর বাইরে যেসব কাজ বাকি থাকবে, অন্য তহবিলের টাকা থেকে সেগুলি করে দেওয়া হবে। এদিন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে আরও বেশি করে এলাকায় ঘোরার নির্দেশ দেন ভাইস চেয়ারম্যান।

    প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের অধীন ১৩৬ ও ১৩৭ নম্বর বুথে পাড়ায় সমাধান শিবিরে এদিন নিকাশি সংক্রান্ত কাজের প্রস্তাব সবচেয়ে বেশি জমা পড়েছে। সঙ্গে রাস্তা, আলো ও পানীয়জলের প্রস্তাবও রয়েছে। 

    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)